প্রথমবার বাড়িতে দুর্গাপুজো, রয়েছে বিশেষ গল্প! এ কি বললেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত?

বাংলা হান্ট ডেস্ক : এবছর প্রথম নিজের বাড়িতে দুর্গাপুজো করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। প্রত্যেক বছরের মতো এই বছরেও দুর্গা পুজো এসেছে নিজস্ব নিয়মে। দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উমা আসেন তাঁর বাপের বাড়ি। দেখতে দেখতে পুজোর চারটে দিন হই হই করে কাটিয়ে দেন আপামর বাঙালি। এবার নিয়ম মেনে এবার উমার বাড়ি ফেরার পালা। দেখতে দেখতেই শেষ হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো।

প্রথমবার বাড়িতে দুর্গাপুজো করলেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)

এখন কালের নিয়মে বাঙালির দুর্গা পুজোতেও এসেছে বিরাট বদল। প্রত্যেক বছরই  কলকাতার থিমের পুজোর সাথে পাল্লা দিয়ে চলতে থাকে বনেদি বাড়ির দুর্গা-পুজোও। এবছর প্রথম কলকাতায় নিজের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। মায়ের পুজোর সমস্ত নিয়ম মেনেই করেছিলেন পুজোর আয়োজন।

অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজো কিংবা অতিথিদের আপ্যায়ন সবটাই একা হাতে সামলেছেন ছোট পর্দার তুঁতে (Dipanwita Rakshit)। এবছর অষ্টমী-নবমী পড়েছিল একই দিনে। অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ছিল খুব ভোরে। তাই দীপান্বিতা ঘুম চোখেই বসে পড়েছিলেন বাড়ির পুজোয়। এপ্রসঙ্গে আজকাল ডট ইনে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর ইচ্ছা ছিল এবছর সাবেকি বাঙালি সাজে সাজার।

আরও পড়ুন : ‘সৎ পথে থাকলে কাজ পাওয়া যায় না!’ বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক শ্রুতি দাস

কিন্তু রাত জেগে সমস্ত পুজো গোছানোর কাজ করতে গিয়েই আর সাজার সময় পাননি তিনি। তবে এ বছর প্রথম বাড়িতে দুর্গাপুজো করার পিছনেও বিশেষ গল্প রয়েছে।  এ প্রসঙ্গে খোদ অভিনেত্রী জানিয়েছেন, ‘সবার দুর্গাপুজোর আলাদা গল্প থাকে। প্রথমবার বাড়িতে দুর্গাপুজো করার পিছনে আমারও গল্প আছে’।

Dipanwita 2

কি ভাবছেন কি সেই গল্প? এপ্রসঙ্গে দীপান্বিতা বলেছেন, ‘আসলে একটা পুজোর গানের শুটিং করছিলাম। সেখানে ঠাকুর কিনে আনতে হয়। তখন আমার মা বলেন, পুজোর আগেই মা দুর্গা এলেন, বোধনের আগে যেন বিসর্জন না দিই। তাই ঠিক করলাম বাড়িতেই ছোট করে পুজোর আয়োজন করব।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর