দেখা করলেও কথা বলেননি রাজ্যপাল, অসন্তুষ্ট জুনিয়র ডাক্তাররা, ‘নারী নির্যাতনে অভিযুক্ত…’ খোঁচা দেবাংশুর

বাংলাহান্ট ডেস্ক : নারী নির্যাতনে অভিযুক্ত রাজ্যপাল (Governor), তাঁর কাছেই কিনা নারীর জন্য বিচার চাইতে যাওয়া! ফের রাজ্যপালকে কটাক্ষবাণে বিঁধলেন দেবাংশু ভট্টাচার্য। এদিন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দেখা হলেও কথা হয়নি। শুধুমাত্র ডেপুটেশন জমা দিয়েই ফিরতে হয়েছে জুনিয়র ডাক্তারদের। এবার এই প্রসঙ্গে কটাক্ষ শানিয়ে এক তীরে দুই পক্ষকেই বিঁধলেন দেবাংশু। 

রাজ্যপালকে (Governor) খোঁচা দেবাংশুর

এক্স হ্যান্ডেলে বক্রোক্তি করে তৃণমূল নেতা লিখেছেন, ‘নারী নির্যাতনে অভিযুক্তের কাছে নারী নির্যাতনের বিচার চাইতে গিয়েছেন ছোট ডাক্তারবাবুরা! হে ঈশ্বর!’ উল্লেখ্য, মাস খানেক আগেই এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজ্যপালের (Governor) বিরুদ্ধে। ওই মহিলা কর্মী বিষ্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে।

আরো পড়ুন : ছিঃ! বিনোদনের জন্য কিনা একটা গাধার সঙ্গে এই কাজ! বড় বিপদে ফাঁসলেন সলমন

অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে

এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। বিরোধীদের একহাত নিয়ে তীব্র নিন্দায় মুখর হয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সুর চড়িয়েছিলেন রাজ্যপালের (Governor) বিরুদ্ধে। এবার জুনিয়র ডাক্তারদের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়েই ফের পুরনো ঘটনা টেনে এনে বাঁকা মন্তব্য করেছেন দেবাংশু।

আরো পড়ুন : কোথায় ঝগড়াঝাঁটি! মান অভিমান ভুলে হাসিমুখে ফ্রেমবন্দি অভিষেক ঐশ্বর্য, হচ্ছেটা কী বচ্চনদের সংসারে?

রাজ্যপাল সাক্ষাৎ জুনিয়র ডাক্তারদের

প্রসঙ্গত, সোমবার রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তারদের ১২ জন প্রতিনিধি। সেখানেই তাঁরা জানান, রাজ্যপাল (Governor) বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাঁর হাতে ডেপুটেশন জমা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সিবিআই এর চার্জশিট সংক্রান্ত যা যা দাবি তাঁদের ছিল সে সবও তাঁরা জানিয়েছেন। তবে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়নি বলেই জানান জুনিয়র ডাক্তাররা।

Governor

উল্লেখ্য, পুজোর মধ্যে ষষ্ঠীতে অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এদিন তাঁদের কথা না হওয়ায় জুনিয়র ডাক্তাররা বলেন, তাঁরা যে এদিনের সাক্ষাৎ নিয়ে ‘খুব সন্তুষ্ট’ তা বলতে পারেন না। সেই সঙ্গে তাঁরা এও বলেন, কারোর উপরেই ভরসা করতে পারছেন না তাঁরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর