বড়সড় বদল আনছে Metro! পাল্টে যাচ্ছে টাইমটেবিল! নতুন সময়ে কতক্ষণ মিলবে পরিষেবা?

বাংলাহান্ট ডেস্ক : শেষ হয়েছে দুর্গাপুজো। চারদিনের উৎসব শেষে মন খারাপ প্রত্যেকটা বাঙালির। তবে দুর্গাপুজোর রেশ এখনো কিন্তু পুরোপুরি ভাবে শেষ হয়নি। সামনেই রয়েছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো উপলক্ষে সেজে উঠবে প্রত্যেকটা বাঙালি বাড়ি। মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হবে ৮ থেকে ৮০ সবাই।

মেট্রোর (Metro) সময়সূচিতে পরিবর্তন

ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি। লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ ১৬ অক্টোবর মেট্রো (Metro) চলাচল নিয়ে বিশেষ বার্তা দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো জানিয়েছে এদিন কোন লাইনে কটা থেকে কটা পর্যন্ত পরিষেবা দেবে মেট্রো। কলকাতা মেট্রো জানিয়েছে, ১৬ তারিখ ব্লু লাইনে পরিষেবা দেবে মোট ১৯০ টি মেট্রো।

Metro

আপ ও ডাউনের এক একটি দিকে ৯৫ টি করে মেট্রো (Metro) চলবে এদিন। ব্লু লাইনে ১৬ তারিখ প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর এই দুই দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে ছাড়বে একটি করে বিশেষ মেট্রো।

আরোও পড়ুন : দ্রোহ কার্নিভাল পণ্ড করতেই ১৬৩ ধারা? সোজা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা

১৬ অক্টোবর গ্রিনলাইন ১-এ আপ-ডাউন মিলিয়ে মোট ৯০ টি মেট্রো পরিষেবা দেবে। এদিন শিয়ালদা মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো (Metro) ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক থেকে সকাল ৭টা ৫ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। রাত  ৯ টা ৪০ মিনিটে এদিন শেষ মেট্রো ছাড়বে শিয়ালদা থেকে।

941605 882818 kolkata metro

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ অক্টোবর মোট ১১৮টি মেট্রো চলবে হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে। এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান স্টেশন থেকে এদিন প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৭টা ও সকাল ৭টা ১০ মিনিটে এবং এই দুটি স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪৪ মিনিটে ও রাত ৯টা ৫৪ মিনিটে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর