বলিউডের প্লেবয় থেকে রাহার দায়িত্বশীল বাবা, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি কীভাবে হলেন রণবীর?

বাংলাহান্ট ডেস্ক : বয়স দিন দিন বাড়লেও জনপ্রিয়তা এবং গ্ল্যামার কিন্তু একটুও ফিকে হয়নি রণবীর কাপুরের (Ranbir Kapoor)। ইন্ডাস্ট্রির খ্যাতনামা কাপুর বংশের রাজপুত্র তিনি। ‘সাওয়ারিয়া’ ছবির হাত ধরে বলিউডে পা রাখার পর থেকে শুরু হয় রণবীরের (Ranbir Kapoor) উড়ান। কেরিয়ারে অধিকাংশ হিট ছবিই উপহার দিয়েছেন তিনি। তবে তাঁর অভিনয় কেরিয়ারের থেকেও বেশি চর্চা হয় তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে।

 রণবীরকে (Ranbir Kapoor) বদলে দিয়েছে রাহা

১৭ বছরের অভিনয় জীবনে বহু নারীসঙ্গ হয়েছে রণবীরের (Ranbir Kapoor)। ইন্ডাস্ট্রির খ্যাতনামা নায়িকা থেকে বন্ধুর প্রেমিকাদেরও ছাড়েননি। কিন্তু তাঁর সেই প্লেবয় ইমেজ এখন অস্তগত। জীবনে আলিয়া ভাটের এন্ট্রি হওয়ার পর থেকেই বদলাতে শুরু করেছিলেন রণবীর (Ranbir Kapoor)। তাঁকে পুরোপুরি বদলে দিয়েছে একরত্তি মেয়ে রাহা।

আরো পড়ুন : মুম্বইয়ের বুকে ‘হিন্দু ডন’ হওয়ার স্বপ্ন, এরপর এই তারকা রয়েছেন বিষ্ণোইদের নিশানায়! বাড়ানো হল নিরাপত্তা

কীভাবে এত বদলালেন অভিনেতা

বিয়ের বছরেই আলিয়ার কোল জুড়ে এসেছে একমাত্র কন্যা রাহা কাপুর। নীল চোখের ছোট্ট রাজকন্যাকে দেখে মুগ্ধ নেটপাড়া। আর রণবীর (Ranbir Kapoor)? তিনি চোখে হারান মেয়েকে। বাবার কোলেই বেশি দেখা যায় রাহাকে। আগের সেই রণবীরের সঙ্গে এখনকার রণবীরের আকাশ পাতাল তফাত। তিনি এখন এক মেয়ের বাবা। সম্পূর্ণ পরিবর্তিত একজন মানুষ। কীভাবে এত বদল হল অভিনেতার?

আরো পড়ুন : বাবা বলিউড-টলিউড কাঁপানো স্টার, দাদুও দাপুটে অভিনেতা, এই স্বল্পবসনা সুন্দরীকে চিনলেন?

মেয়েকে নিয়ে মুখ খোলেন রণবীর

সম্প্রতি একটি ফ্যাশন শোতে বর বেশে ব়্যাম্প ওয়াক করতে দেখা যায় রণবীরকে (Ranbir Kapoor)। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিনয়ের সফর বা সিনেমার থেকেও তাঁর মেয়েই বদলে দিয়েছে তাঁর জীবন। সন্তানের জন্য জীবনে অনেক ভালো পরিবর্তন এসেছে তাঁর। রণবীর (Ranbir Kapoor) আরো বলেন, বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যারা সন্তানের মা বাবা হয়েছেন তারাই বুঝতে পারবেন এই অনুভূতি।

Ranbir Kapoor

এদিন বিয়ে নিয়েও মুখ খোলেন রণবীর। তিনি জানান, বিয়ের পরিকল্পনা নিয়ে বেশি মাথা ঘামাতে হয়নি তাঁকে। স্ত্রী আলিয়াই সবটা সামলে নিয়েছিলেন। তাঁর পরিকল্পনা মতোই চলেছিলেন রণবীর। অমন জাঁকজমকহীন ছিমছাম বিয়েই তাঁর পছন্দ বলে জানান রণবীর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর