অপেক্ষার অবসান ঘটিয়ে Jawa 42 ডুয়াল চ্যানেল Aabs এর ডেলিভারি শুরু করলো সংস্থা

 

বাংলা হান্ট ডেস্ক: Jawa Motorcycles ভারতে জুন মাস থেকেই Jawa 42 মোটরবাইক-এর ডুয়াল চ্যানেল ABS-এর ডেলিভারি শুরু করল।

তবে সিঙ্গেল চ্যানেল-এর সঙ্গে ডুয়াল চ্যানেল ABS ভেরিয়েন্ট-এর খুব বেশি বাহ্যিক পার্থক্য লক্ষ্য করা যায়না। আরও উন্নত মানের সুরক্ষা ব্যবস্থা ছাড়া বিশেষ কিছু কসমেটিক বদল নেই। Jawa Motorcycles-এর অন্যান্য বাইক-এর মতোই এই বাইক-এর লুকস্-এর ক্ষেত্রেও রেট্রো ক্লাসিক প্রভাব দেখা যায়।

 

দুটি সংস্করণে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। থাকছে ২৯৩ সিসি-এর লিকুইড কুলড্ ইঞ্জিন। ২৭ bhp। ২৮ Nm টর্ক। থাকছে 6 স্পিড গিয়ার বক্স। প্রতি লিটার-এ ৩৭.৫ কিলোমিটার মাইলেজ দেবে Jawa 42। থাকছে টেলিস্কোপিক হাইড্রলিক ফোর্ক এবং পেছনের চাকায় গ্যাস ক্যানিস্টার টুইন শক হাইড্রলিক সাসপেনশান সেটআপ। ০-৬০ কিমি প্রতি ঘন্টা ৫.১ সেকেন্ডে পৌঁছে দেবে এই বাইক।

f2c04 img 20190622 wa0023 1

ক্লাসিক রেট্রো স্টাইল-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাইক-এর ইন্সট্রুমেন্ট ক্লাসটার অ্যানালগ রাখা হলেও পাশাপাশি থাকছে একটি ডিজিটাল স্ক্রিনও। সেখানে থাকছে ABS ইন্ডিকেটর, ওডোমিটার এবং গিয়ার পজিসন ইন্ডিকেটর।

ভারতে Royal Enfield Classic 350-কে টক্কর  দেবে Jawa 42। কলকাতায় এই Jawa 42 Dual Channel ABS-এর মূল্য ১.৯৯ লাখ টাকা(on road price)।

সম্পর্কিত খবর