লক্ষ্মী পুজোয় সাজুন ‘মন পসন্দ’ সোনার গয়নায়! আজ কলকাতায় কত সস্তা হল সোনালি ধাতু?

বাংলা হান্ট ডেস্ক : লক্ষ্মী পুজোর দিনেই আজন কলকাতায় দারুন সস্তা হল সোনা (Gold Price) । আজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিনেই একলাফে অনেকটাই দাম কমল সোনার (Gold Price) । আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো হবে ধুমধাম করে। তবে এদিন  বাংলার গৃহস্থের ঘরে ঘরে মা লক্ষ্মী বিরাজমান হওয়ার আগেই মিলল সুখবর।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

আরও সস্তা হল সোনা (Gold Price)। পাশাপাশি একধাক্কায় কমল রুপোর দামও। তাই যদি আজকের দিনেই কারও গয়না কেনার পরিকল্পনা থাকে, তবে জেনে নিন আজ কলকাতায়  সোনার দাম কত। একই সাথে জানুন রুপোর দামও।

২৪ ক্যারেট সোনার দাম কত?

আজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আবার সস্তা হল সোনালী ধাতু। আজ বুধবার ১৬ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৭৩৯ টাকা। কেউ যদি আজকের দিনে খাঁটি সোনা কিনতে চান তাহলে কলকাতায় ১ ভরি অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭৭ হাজার ৩৯০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম কত?

লক্ষ্মী পুজোতেই সোনা প্রেমীদের জন্য এল বিরাট সুখবর। আজ অর্থাৎ বুধবার ১৬ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ৯৪ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭০ হাজার ৯৪০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম কত?

তবে বাজেট কম থাকলে কিনতে পারেন ১৮ ক্যারেটের সোনা। কলকাতায় আজ ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের সোনার দাম ৫ হাজার ৮০৪ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৫৮ হাজার ৪০ টাকা।

আরও পড়ুন : ট্যুরিস্টেদের এখন ফার্স্ট চয়েজ! সবেমাত্রই নাম উঠেছে পর্যটন মানচিত্রে! যাবেন নাকি এই গ্রামে?

২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?

এখানে বলে রাখি ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে রয়েছে একটা বিশেষ পার্থক্য। কী সেই পার্থক্য? বিশেষজ্ঞদের মতে, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। অর্থাৎ ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়। আর এই কারণেই ২৪ ক্যারেটের সোনা দিয়ে কোন গয়না তৈরি করা যায় না। তাই অধিকাংশ বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।

Gold Price

আজ কলকাতায় রুপোর দাম কত?

সোনার সাথেই পাল্লা দিয়ে আজ সস্তা হল রুপোর দামও। জানা যাচ্ছে, আজকের দিনে কলকাতায় ১ কেজি ওজনের রুপো কিনতে খরচ হবে মোট ৯৬ হাজার ৯০০ টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর