উমার পর এবার লক্ষ্মীর আগমনের পালা! দেবী চঞ্চলাকে তুষ্ট করতে করুন এই বিশেষ কাজ, শুরু হবে অর্থের ঝড়!

বাংলাহান্ট ডেস্ক : সদ্যই বাঙালি কাটিয়ে উঠেছে উৎসবের আমেজ মা দুর্গাকে বিদায় দিয়ে সকলের মনে নেমেছে বিষাদের ছায়া। তবে মন খারাপের মেঘ সরিয়ে আবারো তৈরি হয়ে নিন আরেক মা অর্থাৎ মা লক্ষ্মীকে (Lakshmi Puja) আগমন করার জন্য। প্রতিবছর দুর্গাপুজোর পরই কোজাগরী লক্ষ্মী পুজো (Lakshmi Puja) হয়ে থাকে। এবছরও তাঁর অন্যথা হচ্ছে না। প্রচলিত বিশ্বাস কোজাগরী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী মর্ত্যাধামে অবতীর্ণ হন। আর সেইসাথে সকলের সংসার ধন ধান্যে ভরে ওঠে। এবছর মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চাইলে মেনে চলুন বিশেষ কিছু নিয়ম। ফলে আপনার মরচে পড়া ভাগ্য করবে চকচক।

লক্ষ্মীপুজোয় করুন এই কাজ

পঞ্জিকা অনুসারে, এবছর লক্ষ্মীপুজো (Lakshmi Puja) পড়েছে ১৬ই অক্টোবর বুধবার পূর্ণিমাতে। পূর্ণিমার মত বিশেষ তিথি ছাড়া লক্ষ্মীপুজো করা অসম্ভব। হিন্দু পুরাণ অনুসারে, মা লক্ষ্মী হচ্ছেন অর্থ, সম্পদ এবং সমৃদ্ধির দেবী। সেইসাথে তিনি বড়ই চঞ্চলা। দেবীকে তুষ্ট করা এতো সহজ নয়, আবার কঠিনও নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, কোজাগরী লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) দিন বিশেষ ৫টি কাজ করতে পারলেই, আপনার জীবন নেবে ইউ টার্ন। সমস্ত দুঃখ কষ্ট যাবে চিরতরে ঘুচে। কি সেই কাজ যার ফলে অসাধ্য সাধন হবে দেখে নিন।

আরো পড়ুন : বাড়ির বউই তো আসল লক্ষ্মী, উত্তম কুমারের বাড়ির পুজোয় প্রতিমার এই বিশেষত্ব জানেন?

মা তুষ্ট করার উপায়:

১) রাত জেগে আরাধনা:

আসলে “কোজাগরী” শব্দের উৎপত্তি কো জাগতি থেকে। অর্থাৎ কে জেগে আছে? সেই থেকেই কোজাগরী লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) দিন রাত জেগে আরাধনা করার নিদানও দেওয়া রয়েছে। এই পূর্ণিমায় মা লক্ষ্মীকে রাত জেগে আরাধনা করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি হতে থাকে। সেইসাথে কর্মক্ষেত্রেও উন্নতি ঘটে।

আরো পড়ুন : এই ব্যক্তিকে অযোগ্য প্রার্থীর তালিকা পাঠান পার্থ! সব সামনে আনল CBI, TET নিয়োগ দুর্নীতিতে বড় খবর

২) চাঁদের আলোয় পায়েস নিবেদন:

মা লক্ষ্মীকে (Lakshmi Puja) তুষ্ট করার বিশেষ একটি উপায় হচ্ছে এটি। সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য এবং আর্থিক উন্নতির জন্য লক্ষ্মী পুজোর দিন গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রাঁধুন। ভোগ রান্না হয়ে গেলে, এরপর গোল চাঁদ ওঠা অবধি অপেক্ষা করুন। গোল চাঁদ উঠলে এটি ছাদে কিংবা উঠোনে চাঁদের আলোয় ঢাকা দিয়ে বসিয়ে দেবেন। সারা রাত এভাবে রেখে পরের দিন ওই পায়েস বাড়ির সবাই ভাগ করে খান। প্রচলিত বিশ্বাস, এই পায়েস খেলে শরীর থেকে সমস্ত জরা, ব্যাধি দূর হয়ে যায়। সেই সাথে দুহাত ভরে অর্থ উপার্জন করতে পারেন।

৩) নারায়ণ পুজো:

কোজাগরী পূর্ণিমার দিন শুধু লক্ষ্মী পুজোই (Lakshmi Puja) নয়, একই সাথে নারায়ণ পূজো করুন। কারণ নারায়ন ছাড়া লক্ষ্মী অসম্পূর্ণ। তাই এই বিশেষ দিন একসাথে দুই দেব-দেবীকে পুজো করলে সারা বছর মা লক্ষ্মী (Lakshmi Puja) আপনার উপর সুদৃষ্টি বর্ষণ করবেন। বিশেষ করে স্ত্রীরা নারায়ণ পুজো করুন এতে স্বামীদের মঙ্গল বৃদ্ধি হবে এবং শাঁখা সিঁদুর থাকবে অক্ষত।

৪) গঙ্গাস্নান:

লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) মতো পবিত্র দিনে সকালবেলা গঙ্গাস্নান করুন। হিন্দুদের কাছে গঙ্গা হচ্ছে পবিত্রতার প্রতীক। যেকোনো শুভ কাজের সূচনা হয় গঙ্গাকে দিয়েই। আর এমন পবিত্র দিনে গঙ্গাস্নান করে যদি দিনটা শুরু করা যায়, তাহলে দিনটি আরো শুভ হয়ে ওঠে। এছাড়াও দেবী তুষ্ট হয়ে আপনার সংসার থেকে সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে দেবেন।

Lakshmi Puja

৫) তুলসী পুজো:

পৌরাণিক শাস্ত্র অনুসারে, দেবী তুলসীকে মা লক্ষ্মীর অপর আরেক রূপ বলেই গণ্য করা হয়। তাই কোজাগরী লক্ষী পুজো (Lakshmi Puja) দিন দেবী তুলসীকেও ভক্তিভরে পূজা করুন। এই পুজোর মাধ্যমে সংসারে নেতিবাচক শক্তি কেটে গিয়ে উত্থান হবে ইতিবাচক শক্তির।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর