‘যাকে পারছে জড়িয়ে ধরছে’! অতীতের কোন ঘটনা অস্বস্তির মুখে ফেলেছিল মৌসুমী চট্টোপাধ্যায়কে?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)। তিনি হলেন সেই সৌভাগ্যবান অভিনেত্রীদের মধ্যে একজন যিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারের সাথে। বিশেষ করে ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমায় মৌসুমী চট্টোপাধ্যায়ের (Moushumi Chatterjee) অভিনয় আজও চোখে লেগে রয়েছে বাংলা সিনেমার দর্শকদের।

মৌসুমী চট্টোপাধ্যায়ের (Moushumi Chatterjee)

খুব অল্প বয়স থেকেই টলিগঞ্জের স্টুডিও পাড়ায় যাতায়াত মৌসুমির (Moushumi Chatterjee)। বাংলা সিনেমার এই ‘বালিকা বধূ’ সৌন্দর্যের দিক দিয়ে আজও ১০ গোল দিতে পারেন বাংলা সিনেমার নায়িকাদের। একটা সময় দাপটের সাথে তিনি অভিনয় করেছিলেন একাধিক সুপার হিট বাংলা সিনেমায়।  পরবর্তীতে বাংলা সিনেমার পাশাপাশি অভিনয় করেন হিন্দি সিনেমাতেও।

তবে মৌসুমীর নিজে ছিলেন রক্ষণশীল পরিবারের মেয়ে।  তাই তখনকার দিনে মায়া নগরী মুম্বাইতে গিয়ে সেখানকার নায়িকাদের হাবভাব দেখে ইন্ডাস্ট্রির পরিবেশ দেখেই তাজ্জব জন্য গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই  নিজের মুখে জানিয়েছেন মৌসুমী।

অভিনেত্রীর কথায়, ‘যখন মুম্বই আসি, দেখি সবাই সবাইকে ‘হাই হাই’ বলছে। আমি নিজে রক্ষণশীল পরিবারের মেয়ে। বড়দের সম্ভাষণ করার সময় হাই নয় বরং জোড়হাতে প্রণামই করে এসেছি। আর সমবয়সীদের বড়জোর হ্যালো বলেছি। সেখানে হাই! এখানেই শেষ নয়।, হাই বলা শেষ হলেই যে যাকে পারছে গিয়ে জড়িয়ে ধরছে। ভীষণ অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে আমায়।’

আরও পড়ুন : ‘দ্য বং গাই’-এর মুকুটে নতুন পালক জুড়তেই, বিশ্বের দরবারে উজ্জ্বল হল বাংলার মুখ

তবে বহুদিন পর আবার বাংলা সিনেমায় কামব্যাক করতে চলেছেন মৌসুমী। এই নতুন সিনেমা নিয়ে কিছুদিন আগেই টিভি নাইন বাংলায় মৌসুমী  জানিয়েছিলেন তার আসন্ন বাংলা সিনেমার নাম ‘আড়ি’। অভিনেত্রী জানিয়েছেন, ‘ এই নামটা আমার খুব পছন্দ হয়েছে। ছবিটায় যে বার্তা দেওয়া হচ্ছে সেটাও খুব ভালো লেগেছে। চরিত্রটি  মন দিয়ে শুনেছি। আর আমার সঙ্গে মানানসই। তাই মনে হলো একটা বাংলা ছবি করি।’

Moushumi Chatterjee

বড় পর্দায় এই অভিনেত্রীর উপস্থিতি বরাবর দর্শকদের কাছে আকর্ষণ বাড়ায়। এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে মৌসুমী অভিনীত ‘গয়নার বাক্স’ সিনেমার কথা। এই ছবিতে তাঁর  অভিনয় ছিল বেশ অন্যরকম।  তবে মাঝে বেশ কিছুদিন একের পর এক বাংলা সিনেমার অভিনয় করার প্রস্তাব আসলেও তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।  তবে এবার টলিউডের নতুন প্রজন্মের এক পরিচালকের সাথে কাজ করতে চলেছেন তিনি।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর