সুদীপাকে সরিয়ে সঞ্চালিকা কনীনিকা, কত উঠল TRP? দর্শকরা আদৌ দেখছেন ‘রান্নাঘর’?

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা তথা বাংলা টেলিভিশনের ইতিহাসে সবথেকে বেশিদিন চলা কুকিং শো নিঃসন্দেহে ‘রান্নাঘর’ (Rannaghar)। একটানা দীর্ঘদিন ধরে শো টি সম্প্রচারিত হওয়ার পর হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়। তার জায়গায় শুরু হয় নতুন এক রান্নার শো। কিন্তু টিআরপি তেমন না ওঠায় কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই শো। আবার নতুন করে শুরু হয়েছে রান্নাঘর (Rannaghar)। তবে এবার বদলেছে রান্নাঘর এর সঞ্চালিকা। সুদীপা চট্টোপাধ্যায়ের বদলে এসেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

কেমন লাগছে রান্নাঘর (Rannaghar) এর সঞ্চালনা

রান্নাঘর (Rannaghar) এর নতুন প্রোমো শেয়ার হতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন দর্শকরা। কিন্তু সুদীপার বদলে কনীনিকা সঞ্চালিকা হচ্ছেন শুনে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও শো শুরুর পর অনেকেই ভক্ত হয়ে উঠেছেন কনীনিকার সঞ্চালনার। টিআরপি কম থাকলেও দর্শকরা উপভোগ করছেন রান্নাঘর। আর কনীনিকা? প্রথম বার রান্নাঘর (Rannaghar) এর সঞ্চালনা কেমন লাগছে তাঁর?

আরো পড়ুন : মুখ দেখাদেখি বন্ধ ছিল একসময়, ‘মার্ডার’এ ঘাম ছোটানোর ২০ বছর পর ফের জুটি বাঁধছেন ইমরান মল্লিকা!

রান্না শিখছেন কনীনিকা

কুকিং শো মানেই হরেক রকমের রান্নাবান্না, খাওয়া দাওয়া। একদিনের শুটে নাকি ৮-১০ রকমের খাবার চেখে দেখতে হচ্ছে কনীনিকাকে। তবে সবটা বেশ উপভোগ করছেন অভিনেত্রী। বাঙালি থেকে চাইনিজ সব ধরণেরই খাবার বানানো শেখানো হচ্ছে রান্নাঘরে (Rannaghar)। শিখছেন কনীনিকা নিজেও।

আরো পড়ুন : পুজো মিটতেই শুরু প্রেম, জনপ্রিয় গায়কের সঙ্গে সম্পর্কে জড়ালেন ছোটপর্দার এই অভিনেত্রী!

ছোট্ট কিয়াও এসেছিল রান্নাঘরে

কিছুদিন আগেই মেয়ে কিয়াকে রান্নাঘরে (Rannaghar) নিয়ে এসেছিলেন কনীনিকা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই বয়স থেকেই নাকি বেকিংয়ে বেশ আগ্রহ ছোট্ট কিয়ার। কনীনিকা রান্নাঘরে ঢুকলেই নাকি কিয়াকে ময়দা আর জল দিতে হয়। তাই দিয়ে স্যুপ বানায় পুঁচকে। সেটা আবার মিছে মিছে খেতেও হয় বাকিদের।

Rannaghar

প্রসঙ্গত, মাস খানেক হল শুরু হয়েছে রান্নাঘর। প্রথম থেকেই সঞ্চালনার গতি বেশ ভালো ভাবেই ধরে নিয়েছেন কনীনিকা। চলতি সপ্তাহে ০.৭ টিআরপি উঠেছে রান্নাঘর এর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর