বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুনের মামলায় বর্তমানে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় (RG Kar Case) শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সেই চার্জশিটে ধর্ষক এবং খুনি হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কথাই উল্লেখ করা হয়েছে। এবার এই মামলাতেই সামনে এল বড় আপডেট।
আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) নয়া মোড়?
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। এবার জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই মামলার তদন্তে ফের আরজি কর হাসপাতালে হানা দিয়েছেন সিবিআই (CBI) গোয়েন্দারা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ধর্ষণ ও খুনের পর তথ্যপ্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রে শামিল কিছু প্রমাণ সংগ্রহ করতে এবং বয়ান নেওয়ার জন্য তদন্তকারীরা ফের হাসপাতালে গিয়েছেন।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি হয়েছে। সেদিন শীর্ষ আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে চার্জশিটের উল্লেখের পাশাপাশি চার্জশিটের একটি কপি ও জমা করা হয়েছিল বলে খবর।
আরও পড়ুনঃ দিওয়ালির আগে ধামাকা! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০! বিরাট সুখবর দিল সরকার
জানা যাচ্ছে, সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) নাম উল্লেখ রয়েছে। তবে চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা সেই সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি বলে খবর। সিবিআই জানিয়েছে, এই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আপাতত এমনটাই জানা গিয়েছে।
দীপাবলির পর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার (RG Kar Case) শুনানি রয়েছে। তার আগে জোরকদমে তদন্ত করছে সিবিআই। তিন মাস পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফের এই সম্বন্ধিত স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।