বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা। বাংলার সকল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির সুরক্ষা আঁটোসাঁটো করার দাবিতে সরব জুনিয়র চিকিৎসকরা। এই আবহে শুক্রবার মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবের বৈঠকে কী আলোচনা হল (Mamata Banerjee)?
সূত্র মারফৎ জানা যাচ্ছে, আজকের বৈঠকে রাজ্যের মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির সুরক্ষা এবং রোগী পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, আজ ফের নবান্নে (Nabanna) উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে খবর। সেখানে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব উপস্থিত থাকবেন বলে খবর।
জানা যাচ্ছে, মেডিক্যাল কলেজ, হাসপাতালের সুরক্ষার কাজ, সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ কতখানি এগিয়েছে সেই বিষয়ে আজ কালীঘাটের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবের আলোচনা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। এর প্রেক্ষিতে ফের আজ বিকেলে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ একটি বৈঠক করবেন বলে খবর।
আরও পড়ুনঃ ‘কবে শ্যুটিংয়ে ফিরব জানি না’! হাসপাতালে ভর্তি ‘নিম ফুলের মধু’ অভিনেত্রী! উদ্বিগ্ন দর্শকরা
মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ছাড়াও আজ বিকেলে হতে চলা এই বৈঠকে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকতে পারেন। সেই সঙ্গেই থাকবেন সুপার, সিএমওএইচরা। সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয় সেদিকে নজর থাকবে সকলের।
এদিকে রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে আবার দাবি করা হয়েছে, বাংলার মেডিক্যাল কলেজ, হাসপাতালের কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিরাপত্তা, রোগী পরিষেবা থেকে শুরু করে রেফারেল ব্যবস্থা, সবকিছুর পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই রাজ্যের হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো, শৌচাগার, বিশ্রাম কক্ষ নির্মাণ সহ বেশ কিছু কাজ করা হচ্ছে। সেই কাজ কতখানি এগিয়েছে সেই নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজ্যের মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবের বৈঠক হয়। বিকেলে ফের নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।