বাংলা হান্ট ডেস্কঃ ফের অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শোনা যাচ্ছে আবারও চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, গত পরশু নেতার চোখের নীচে অস্ত্রোপচার হয়েছে (Operation)। বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিষেক। সেখানেই চলছে তার চিকিৎসা।
পুজোর পরই হাসপাতালে অভিষেক (Abhishek Banerjee)!
সূত্রের খবর, বর্তমানে অভিষেক চিকিৎসার জন্য আমেরিকার জন হপকিনস হাসপাতালে রয়েছেন। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছে। এর আগে আদালতের অনুমতি নিয়ে গতবছর অগস্ট মাসে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। সেই সময় বেশ কিছুদিন মার্কিন মুলুকে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এরপর অস্ত্রোপচার সেরে ঘরে ফিরে আসেন।
২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের। এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ তবে এত চিকিৎসা, অস্ত্রোপচার সত্ত্বেও ক্রমেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। এরপর গতবছর আমেরিকায় যান নেতা।
আমেরিকায় নিউইয়র্ক শহরের কিছুটা দূরে বাল্টিমোর শহর। সেই শহরের বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালের উইলমার আই ইনস্টিটিউটে গত অক্টোবরে অপারেশন হয় অভিষেকের। টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে চোখের অপারেশন। এরপর সেখানের অন্যতম আই সার্জন ডেভিড গাইটন নেতার চোখ পরীক্ষা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ এর চিকিৎসা করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷ অন্যদিকে যেভাবে ক্রমেই নেতার দৃষ্টি শক্তি কমে আসছিল সেই জায়গা থেকে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি করেছেন আই সার্জন গাইটন৷ অভিষেকের চোখের দৃষ্টিশক্তিও এখন প্রায় স্বাভাবিক।
আরও পড়ুন: আর জি কর আবহেই হঠাৎ বন্ধ করা হল ‘টক টু মেয়র’! কেন শনিবার হচ্ছেনা ববির অনুষ্ঠান? তুঙ্গে চর্চা
তবে চোখের অপরেশনের পরে প্রতিনিয়ত চোখের যত্ন নেওয়া, চশমা পরা এসব জিনিস গুলি নেতাকে মেনে চলার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। নেতাও সেগুলো যথাযথভাবে পালন করেছেন। এরই মধ্যে ফের নেতার চোখের নীচে অস্ত্রোপচার করতে হল। বর্তমানে নেতার ঠিক কোন সমস্যা হচ্ছিল তা জানা যায়নি।