বাংলাহান্ট ডেস্ক : নভেম্বর থেকে বড় পরিবর্তন আসতে চলেছে ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট বুকিংয়ে। আইআরসিটিসি এবার অগ্রিম বুকিংয়ের নিয়মে বদল নিয়ে এল। কমিয়ে দেওয়া হল সংরক্ষিত আসনের অগ্রিম টিকিট সংরক্ষণের সময়সীমা। এবার থেকে কোন ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট বুকিং করতে হলে, সেই ট্রেন ছাড়ার নির্দিষ্ট তারিখের ৬০ দিন আগে টিকিট বুক করা যাবে।
ভারতীয় রেলের (Indian Railways) নয়া নিয়ম
ইতিপূর্বে ১২০ দিন আগে থেকে সংরক্ষিত আসনের জন্য টিকিট বিক্রি করা হতো। তবে পয়লা নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। তবে যারা ইতিমধ্যেই যে সকল ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট বুকিং করে ফেলেছেন সে ক্ষেত্রে কোন বদল আনা হবেনা বলে জানিয়েছে ভারতীয় রেল।
কোথাও যাবার আগে সঠিক পরিকল্পনা করে নেওয়ার পর যাত্রীরা টিকিট কেটেও রাখতে পারতেন আগে থেকেই। কিন্তু ট্রেন বাতিল হয়ে গেলে ব্যাপক সমস্যায় পড়তে হয় তাঁদের। তাই ১২০ দিন সময়টা অনেকটা বেশি হয়ে যাচ্ছে বলে মনে করছে ভারতীয় রেল (Indian Railways)। কোথাও যাওয়ার থাকলে সঠিক পরিকল্পনা অত আগে নেওয়া সম্ভব নয়।
আরোও পড়ুন : আর মাত্র ২ বারই বাড়বে মহার্ঘ ভাতা, তারপরই…! DA নিয়ে বিরাট দাবি রাজ্য সরকারি কর্মীদের নেতার
ট্রেনের সংরক্ষিত আসনের অগ্রিম বুকিং এর জন্য ১২০ দিনের উইন্ডো ছিল, দিনের পর দিন দালাল চক্র চলছিল বলে অভিযোগ করেছিলেন অনেকেই। এবার সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতেই নয়া নিয়ম রেলের (Indian Railways)। এবার থেকে ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট বুকিং করা যাবে ৬০ দিন আগে থেকে।
৩১ শে অক্টোবর পর্যন্ত পুরনো নিয়মে টিকিট বুকিং (Ticket Reservation) করতে পারবেন যাত্রীরা। তবে ২০২৪ সালের পয়লা নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। বেশ কিছু এক্সপ্রেস ট্রেন যেমন তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেসের অগ্রিম টিকিং বুকিংয়ের ক্ষেত্রে লোয়ার টাইম লিমিটে কোন পরিবর্তন আনা হয়নি।