বাংলা হান্ট ডেস্কঃ শহরের পাশাপাশি শহরতলিতেও এখন অ্যাপ ক্যাবের প্রচলন শুরু হয়েছে। সেই সঙ্গেই বেড়েছে বাইক ট্যাক্সির জনপ্রিয়তা। স্বল্প দূরত্ব হোক বা বেশি দূরত্ব, অনেকেরই এখন পছন্দ এই বাইক ট্যাক্সি। কারণ একদিকে যেমন ক্যাবের তুলনায় এতে খরচ কম, তেমনই কম সময়ে গন্তব্যেও পৌঁছনো যায়। দীর্ঘক্ষণ জ্যামে না আটকে থাকার ঝক্কি পোহাতে হয় না। তবে এবার এই বাইক ট্যাক্সি নিয়েই একগুচ্ছ নিয়ম জারি করল সরকার (Government of West Bengal)। সম্প্রতি পরিবহণ দফতরের তরফ থেকে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা।
বাইক ট্যাক্সি নিয়ে নয়া নিয়ম সরকারের (Government of West Bengal)!
রিপোর্ট অনুযায়ী, পুজোর আবহেই বাইক ট্যাক্সি নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। যে কারণে মনে করা হচ্ছে, বাইক ট্যাক্সি (Bike Taxi) চালকদের খরচ একধাক্কায় অনেকখানি বাড়তে চলেছে। কারোর আবার অনুমান, এত নিয়ম মানতে গিয়ে লাভের টাকা বেশ অনেকটাই কমে আসবে।
সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতরের (West Bengal Transport Department) তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার থেকে টু হুইলার গাড়িতে যাত্রী বহন করলে তা ট্রান্সপোর্ট ভেহিক্যাল হিসেবে ধরা হবে। তার জন্য পরিবহণ দফতরের থেকে একটি রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশন করানোর পর প্রত্যেক বছর ট্যাক্স দিতে হবে। সেই সঙ্গেই কমার্শিয়াল পারমিট ও টু হুইলারের ফিটনেস সার্টিফিকেটও থাকতে হবে।
আরও পড়ুনঃ বিজেপির মিছিলে বাধা নেই, তবে রয়েছে একাধিক শর্ত! শুভেন্দুর মামলায় কী নির্দেশ দিল হাইকোর্ট?
গাড়ি চালানোর সময় চালক এবং যিনি গাড়িতে বসে আছেন, সেই আরোহীর মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক। এছাড়া বাইকে মালপত্র বহন করার ক্ষেত্রে সর্বাধিক ১০ কেজির মালপত্র বহন করা যাবে এবং তা চাকা থেকে ৩৬ সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। এবার থেকে এই সকল নিয়ম না মানলে পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।
বাইক ট্যাক্সি নিয়ে সরকারের (Government of West Bengal) তরফ থেকে জারি করা এই সকল নিয়মের ফলে একধাক্কায় বেশ অনেকখানি খরচ বৃদ্ধি পাবে। কমার্শিয়াল বাইকে ট্রান্সফার করতে গেলে প্রায় ১০৯০ টাকা দরকার হবে। সেই সঙ্গেই রেজিস্ট্রেশনের খরচ ৩৪০ টাকা। এরপর পারমিট করাতে ২০০০ এবং নয়া লাইসেন্স প্লেট করাতে ৫০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ সব মিলিয়ে খরচ হবে প্রায় ৪০০০ টাকা।
রাজ্য পরিবহণ দফতরের কথায়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ২০,০০০ থেকে ২২,০০০ বাইক ট্যাক্সি রয়েছে। ব্যক্তিগত টু হুইলারে আরোহী পরিবহণ করা অবৈধ। যে কারণে পুলিশের তরফ থেকে ফাইনও করা হয়। সেই কারণে হয়রানি থেকে বাঁচার জন্য এবার থেকা বিরাক ট্যাক্সি চালকদের সরকারের (Government of West Bengal) এই সকল নিয়ম মানতে হবে।