জেল কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ মরিয়মের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জেলবন্দী রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ কন্যা মরিয়ম দাবি করলেন তার বাবা তৃতীয়বার হূদরোগে আক্রান্ত হলে সে খবর জেল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জানানো হয়নি।

মরিয়ম বলেন,তাঁদের জানানো হয়েছে দু তিনদিন ধরে তার বাবা সিসিইউ’তে রয়েছেন,কিন্তু কেন রয়েছেন তা জানানো হয়নি। মরিয়ম গোটা ঘটনায় তৎকালীন সরকার ও জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন।

X