বাংলা হান্ট ডেস্কঃ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। ভিজেছে শহর কলকাতাও। জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় বর্ষণ আরও বাড়বে। সমুদ্রও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Weather Update)।
বাংলায় ‘দানা’র কতখানি প্রভাব (South Bengal Weather)?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এগোতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘দানা’ (Dana)। এর প্রভাবেই বাংলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল থেকেই যেমন আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। হুগলি সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বহু জেলার নানান অংশে সকালে একদফা বৃষ্টি হয়েছে। ১০টা নাগাদ শহর কলকাতা সহ আরও নানান জেলায় বর্ষণ শুরু হয় বলে খবর। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কলকাতা সহ আশেপাশের এলাকায় বৃষ্টি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে বড় চমক! কোন কেন্দ্রে কাকে টিকিট দেবে তৃণমূল? চর্চায় কাদের নাম?
হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড় ‘দানা’র দাপটে সোমবারের পর থেকে বর্ষণ (Rainfall Alert) আরও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ দীপাবলির আগেই রাজ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে অনুমান করা হচ্ছে। এর ফলে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে বলে খবর।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যদিও উত্তরের জেলাগুলিতে কম বর্ষণ হবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের কথায়, দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে অল্প বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরি এবং গুজরাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার থেকে রাজ্যে ঝড়ের প্রভাব পড়বে। রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।