বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন ধরে ডিএ (Dearness Allowance) ইস্যুতে উত্তাল রাজ্য। এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের (Government Employees) একাংশ। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তারা। যা নিয়ে রয়েছে ক্ষোভ। এদিকে দু’দিন আগেই ফের নিজের সরকারি কর্মীদের ডিএ (DA) বৃদ্ধি করেছে কেন্দ্র। মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৫৩%। যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিএ আন্দোলনকারীরা। এরই মাঝে এবার বড় কথা বলে দিলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের এক নেতা।
আর মাত্র দুটি কিস্তির মহার্ঘ ভাতা বাকি আছে। ওই দুটি কিস্তির ডিএ বাড়ালেই নয়া বেতন কমিশন কার্যকর হবে। সম্প্রতি এরমই দাবি করলেন সরকারি কর্মচারী সংগঠনের এক নেতা। তার কথা মতো, আর একবছরের অপেক্ষার পরই কার্যকর হয়ে যাবে নয়া বেতন কমিশন। তবে রাজ্যের নয়, কেন্দ্রের বেতন কমিশন নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
মলয়বাবুর কথায়, ২০২৪ সালের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ বাড়ানো হল, তাতে তাদের ১৮ কিস্তির ডিএ প্রদান করা হল। এরপর আর মাত্র দুটি কিস্তির মহার্ঘ ভাতা মিলবে। তারপরই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন পে কমিশন কার্যকর হবে।
জানিয়ে রাখি, গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) ৩ শতাংশ বৃদ্ধি অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে ১ জুলাই থেকে। আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ।
নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তারপর বাড়বে জুলাই মাসে।
আরও পড়ুন: RG Kar আন্দোলনে যোগ দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংগ্রামী যৌথ মঞ্চ, বিরাট দাবি! নেপথ্যে কারণ কি?
তবে অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফে। একাধিকবার এই নিয়ে কথা উঠলেও এখনও সেই বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় সরকার। সকলের এখন সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন। ওদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। কবে তাদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে সেই নিয়েও কিছু বলা হয়নি।