বাংলা হান্ট ডেস্কঃ দশ দফা দাবি আদায়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। অনশনের দু’সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর শনিবার ধর্মতলার ধর্নামঞ্চে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেদিনই মুখ্যসচিবের ফোনে অনশনকারীদের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়, সোমবার বিকেল ৫টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
রবিতেই বিরাট বার্তা জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)!
জানা যাচ্ছে, মুখ্যসচিবের শর্তসাপেক্ষে আগামীকাল বৈঠকে বসার ইমেল পাওয়ার পর আজ নীলরতন সরকার হাসপাতালে জিবি মিটিংয়ে বসেন জুনিয়র চিকিৎসকরা। সেখান থেকেই তাঁরা জানান, ‘কাল সদর্থক বৈঠকের আশা করছি। যদি দাবি মানা না হয় অনশন প্রত্যাহার নয়। অনশন চলাকালীনই নবান্নে যাওয়া হবে’।
এখানেই শেষ নয়! আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানান, ‘অনশনের এতদিন পরেও মুখ্যমন্ত্রী দশ দফা দাবির বিষয়ে জানতে চান। উনি হয়তো দশ দফা জানেন না। কিংবা ওনাকে দশ দফা দাবি সম্বন্ধে জানানো হচ্ছে না। আমরা কী চাইছি, সেটা আজ ইমেল করে পাঠানো হবে। আমাদের ওপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কাল আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদল যাবে। সঠিক সময়ে যাওয়া হবে’।
আরও পড়ুনঃ কালীপুজোর আগেই বাংলায় দুর্যোগের আশঙ্কা! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’! ল্যান্ডফল কোথায়?
উল্লেখ্য, গতকালই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে এও বলেন, ‘আমাকে তিন ঘণ্টা বসিয়ে রাখবে না। আমার প্রচুর কাজ থাকে। সোমবার নবান্নে ঠিক ৫টায় আমি তোমাদের সময় দিচ্ছি। তোমরা বিকেল ৫টায় নবান্নে এসো’।
এদিকে আজ জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) সাংবাদিক বৈঠক করে বলেন, ‘সব মেডিক্যাল কলেজের পরিকাঠামো, পরিবেশ খুব খারাপ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার মিথ্যে তথ্য দিচ্ছে। আন্দোলন নিয়ে সমালোচনা হতে পারে, তবে আরজি করের ঘটনার বিচার চাই’।