এই মন্দিরে ক্ষমা চাইলে মিলবে প্রাণভিক্ষা, ‘একটা আরশোলাও মারেননি সলমন’, দাবি বাবা সেলিমের

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এখন চর্চায় শুধু দুটি নাম, সলমন খান (Salman Khan) এবং লরেন্স বিষ্ণোই। সেই কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে বিষ্ণোই সম্প্রদায়ের নিশানায় রয়েছেন অভিনেতা। কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের পূজিত। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ মারার অভিযোগ উঠেছিল সলমনের (Salman Khan) বিরুদ্ধে। এর আগে একাধিক বার অভিনেতাকে খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই এর গ্যাং। এমনকি প্রাণঘাতী হামলাও হয়েছে তাঁর উপরে।

সলমনকে (Salman Khan) নিদান বিষ্ণোইদের

যতদিন যাচ্ছে সলমনের (Salman Khan) উপরে ক্ষোভ যেন তত বাড়ছে লরেন্স বিষ্ণোইয়ের। এবার অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য অন্যরাও চলে আসছেন বিষ্ণোই গ্যাং এর নিশানায়। সম্প্রতি বাবা সিদ্দিকীর মৃত্যু তার বড় প্রমাণ। বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং এর তরফে স্পষ্ট বলা হয়েছে, যাঁরা সলমনকে (Salman Khan) সাহায্য করবেন তাঁরা বলা নিজেদের হিসাব তৈরি রাখেন। এরপরেই কার্যত একঘরে হওয়ার জোগাড় হয়েছে সলমনের। তবে এবার অভিনেতার বাঁচার রাস্তাও বাতলে দিলেন এই বিষ্ণোইরাই।

আরো পড়ুন : ভাইয়ের বউ কেক খাওয়াতে এলেই মুখ ফেরালেন আকাশ! অম্বানি পরিবারেও শুরু অশান্তি!

কীভাবে মিলবে প্রাণভিক্ষা

বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পরম পূজনীয়। আর সেই হরিণ হত্যা করেই সলমন (Salman Khan) গর্হিত অপরাধ করেছেন বলে মনে করেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষরা। এতে বিষ্ণোই সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করেছেন অভিনেতা। এবার অল ইন্ডিয়া বিষ্ণোই সমাজ এর সম্পাদক হনুমানরাম বিষ্ণোই একটি নিদান দিয়েছেন যার মাধ্যমে প্রাণরক্ষা করতে পারেন সলমন। কী সেই নিদান?

আরো পড়ুন : ঘরে বিশ্বসুন্দরী বউ থাকতেও বাইরে ছুঁকছুঁক, এই অভিনেত্রীর কারণেই সংসার ভাঙছে ঐশ্বর্যর!

যেতে হবে এই মন্দিরে

হনুমানরাম বিষ্ণোই বলেছেন, বিষ্ণোই সম্প্রদায়ের থেকে ক্ষমা পেতে হলে ওই ব্যক্তিকে যেতে হবে মুক্তিধাম মুকামে, যা অবস্থিত রাজস্থানের বিকানেরে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে এই মন্দির সবথেকে পবিত্র ধর্মীয় স্থান। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে তার মধ্যে অনুশোচনা বোধ থাকা আবশ্যক। এতে সে প্রায়শ্চিত্ত করতে পারবে। আর কোনো ব্যক্তি যদি বিষ্ণোই সম্প্রদায়ের বিরুদ্ধে করা কোনো অপরাধের ক্ষমা পেতে চান, তবে তাকে মুক্তিধাম মুকামে গিয়ে সমগ্র সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তবে নির্ধারিত পদ্ধতিতে ক্ষমা চাইলেও তা গ্রহণযোগ্য হবে কিনা সেটা ঠিক করবেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরাই।

Salman Khan

হনুমানরাম জানিয়েছেন, সলমন খান (Salman Khan) যতক্ষণ না ক্ষমা চাইছেন ততক্ষণ তিনি শাস্তির প্রাপক। এদিকে ২০১৮ সালে নিম্ন আদালত কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমনকে (Salman Khan) দোষী সাব্যস্ত করলে পালটা নিজেকে নির্দোষ দাবি করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। এখনও মামলাটি সেখানেই বিচারাধীন রয়েছেন। এমতাবস্থায় ক্ষমা চাইলে নিজের দাবি ধোপে টিকবে না সলমনের। অন্যদিকে অভিনেতার বাবা সেলিম খানের দাবি, ছোট থেকে নাকি একটি আরশোলা পর্যন্ত মারেননি সলমন। তিনি কিনা শিকার করবেন হরিণ! বিনা কারণে কেন ক্ষমা চাইবেন তিনি! সব মিলিয়ে এই বিতর্কের অবসান কীভাবে হয় সেদিকেই তাকিয়ে সকলে।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর