বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো মিটে এবার মা কালীর আগমনের পালা। আলোর উৎসবের আগের রাতই আবার ‘ভয়ের’, ভূত (Ghost) চতুর্দশীর রাত। প্রথা অনুযায়ী, এই রাতেই পূর্বপুরুষদের জন্য চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। আবার অনেকে এই রাতের সঙ্গে জুড়ে দেন ভূত (Ghost), অশরীরীদের ভয়ঙ্কর সব গল্প। এবছর ভূত চতুর্দশীর দিনই মুক্তি পেতে চলেছে ‘নিকষছায়া’। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ফিরছেন নীরেন ভাদুড়ি। তার আগে নিজের বাস্তব জীবনের ভৌতিক অভিজ্ঞতা শোনালেন পরমব্রত।
ভূত (Ghost) নিয়ে আসছে নতুন সিরিজ
হইচই প্ল্যাটফর্মে নীরেন ভাদুড়ি সিরিজের প্রথম অংশটি বেশ জনপ্রিয় হয়েছিল। এবার মুক্তি পেতে চলেছে দ্বিতীয় অংশ। পরমব্রতর কথায়, ভূত (Ghost) শব্দটির সঙ্গে বাঙালির ওতপ্রোত যোগ রয়েছে। ভূত মানে যেমন অতীত, তেমনি আবার ঠাকুরমার ঝুলির অলৌকিক গল্প থেকে সাহিত্যেও রয়েছে প্রচুর অলৌকিক গল্পের সম্ভার।
আরো পড়ুন : এই মন্দিরে ক্ষমা চাইলে মিলবে প্রাণভিক্ষা, ‘একটা আরশোলাও মারেননি সলমন’, দাবি বাবা সেলিমের
বাংলা সাহিত্যেও ভৌতিক সম্ভার
পরমব্রতর বলেন, কথায় কথায় বলা হয় ‘ভূত একটা!’, যেটা আবেগের বহিঃপ্রকাশ। এর কোনো নির্দিষ্ট ভাবে অর্থ বলা মুশকিল। বাংলা সাহিত্যেও বারে বারে ফিরে এসেছে ভৌতিক (Ghost) কাহিনি। পরশুরামের ভূশণ্ডীর মাঠে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়েয অদ্ভূতুড়ে থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান এর মতো গল্প বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
আরো পড়ুন : ভাইয়ের বউ কেক খাওয়াতে এলেই মুখ ফেরালেন আকাশ! অম্বানি পরিবারেও শুরু অশান্তি!
নিজের বাস্তব অভিজ্ঞতা শোনালেন পরমব্রত
তবে বইয়ের পাতায় পড়া আর বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য তো রয়েছেই। পরমব্রতর জীবনেও রয়েছে নাকি এমন কোনো সত্যি ভৌতিক (Ghost) ঘটনা? সাক্ষাৎকারে অভিনেতা বলেন, অনেক হয়েছে এমনটা যেমন নয়, তেমনি আবার একেবারেই হয়নি সেটাও বলা যাবে না। কিছু কিছু জায়গায় ঢুকে অদ্ভূত অনুভূতি হয়েছে, গায়ে কাঁটা দিয়েছে, খটকা লেগেছে। মনে হয়েছে যে এখানে থাকার দরকার নেই। তিনি রাতে খুব একটা ঘুম থেকে ওঠেন না। অথচ ভাড়া বাড়িতে থাকতে গিয়ে বারবার ঘুম ভেঙেছে।
একটি অভিজ্ঞতা বলতে গিয়ে পরমব্রত জানান, মুম্বইতে একটি ভাড়া বাড়িতে এক দু রাত একা কাটানোর পর তাঁর সঙ্গে নাসির নামের যে লোকটি থাকেন তিনি বলেছিলেন, ওই বাড়িতে আর থাকবেন না। তাঁর সবসময় মনে হয়েছে বাইরের ঘরে কেউ পায়চারি করছে, সারা রাত ধরে আওয়াজ হয়। তখন পরমব্রতও অবাক হয়ে বুঝেছেন যে ওই বাড়িতে একা থাকার সময়ই রাতে বারবার ঘুম ভেঙে যেত তাঁর। ক্রমাগত শরীর খারাপ হত। তবে অভিনেতার কথায়, এগুলিকে তিনি অতিপ্রাকৃতিক অভিজ্ঞতা বলতে পারবেন, তবে নিশ্চিত ভাবে ভৌতিক বলা যায় না।