বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মিটতে না মিটতেই বেজে গেছে নির্বাচন দামামা। দেশজুড়ে ফের ভোটের মরসুম। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৩ নভেম্বর উপনির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। বাংলার মোট ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (West Bengal By Election) হতে চলেছে। ইতিমধ্যেই উপনির্বাচনের জন্য ছ’টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল-বিজেপি (TMC-BJP) উভয়ই।
নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই এই ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী মাসে। বিধানসভা উপনির্বাচনে বাঁকুড়ার তালডাংরা (Taldangra) কেন্দ্রে দুই ফুলের লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। তৃণমূল এখানে প্রার্থী করল এলাকার ভূমিপুত্র ফাল্গুনী সিংহবাবুকে (Falguni Sinhababu)। পেশায় তিনি হাইস্কুলের শিক্ষক এবং সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতিও। উপনির্বাচনে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী শাসকদলের এই প্রার্থী।
ওদিকে বিজেপিও কিছু পিছিয়ে নেই। তালডাংরায় উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে সকলকে রীতিমতো চমকে দিয়েছে বিজেপি। এই কেন্দ্রে গেরুয়া শিবির প্রার্থী করেছেন অনন্যা রায় চক্রবর্তী (Anannya Roy Chakraborty)। একসময় তিনি ছিলেন শাসকদল তৃণমূলের কাউন্সিলর। এরপর নির্দল হয়ে পুরসভায় লড়েন। তৃণমূলের বিরুদ্ধে লড়েও জয় ঝুলিতে আনেন তিনি। প্রায় এক দশক ধরে বাঁকুড়ার রাজনীতিতে বহু পরিচিত মুখ এই অনন্যা রায় চক্রবর্তী।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন অনন্যা। তারপর একমাস কাটতে না কাটতেই তার উপর গুরুদায়িত্ব তুলে দিল গেরুয়া শিবির। ২০১৫ সালে বাঁকুড়া পুরসভার ১৫ নং ওয়ার্ডে প্রথমবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন অনন্যা। ২০২২-র নির্বাচনে তাকে দল আর টিকিট দেয়নি। এরপরই নির্দল হয়ে লড়ে জয়লাভ করেন তিনি।
আরও পড়ুন: ‘২৯ অক্টোবর..,’ DA আদায় করতে এবার বড় পদক্ষেপ! কি ঘটতে চলেছে? চাপ বাড়ছে রাজ্য সরকারের
এবারেও জয়ের বিষয়ে আশাবাদী অনন্যা। প্রার্থী নির্বাচনের পর তিনি বলেন, ‘এবার জেতার লড়াইয়ে নামতে হবে’। তবে রাজনৈতিক মহল মনে করছে এখানে বিরোধী অপেক্ষা শাসকেরই পাল্লা ভারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল। লোকসভা নির্বাচনেও ভালো ফল করতে পারেনি বিজেপি। উপনির্বাচনেও শাসকদলেরই জোর বেশি বলে মনে করা হচ্ছে। এবার বাকিটা জানা যাবে ২৩ নভেম্বর।