‘এক মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে..,’ ডাক্তারদের তুমুল আক্রমণ অভিজিতের, বললেন, মুখ্যমন্ত্রী মানবিক…

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে এখনও চলছে জোড়ালো আন্দোলন। গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর দু’মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। তবে এখনও মেলেনি বিচার। ঘটনার পর থেকে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। যত দিন যাচ্ছে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ছে। নিজেদের দশ দফা দাবি নিয়ে আন্দোলনে অনড় ডাক্তাররা। আর এর জেরে সমস্যায় পড়ছেন রোগী ও তার পরিবার।

টানা দু’মাস ধরে লাগাতার রোগী ‘হয়রানি’র জেরে জুনিয়র ডাক্তারদের সমানে আক্রমণ করে চলেছেন শাসকদলের নেতারা। আর এবার সেই তালিকায় জুড়ল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নাম। ডাক্তারদের আন্দোলনকে রীতিমতো একহাত নিলেন অভিজিৎবাবু।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘রোগীরা অসুস্থতা নিয়ে হাসপাতালে আসছেন অথচ ভর্তি হতে পারছেন না। এতে ডাক্তাররা নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন।’ নাম না নিয়েও বামেদের আক্রমণ করে তিনি বলেন, ‘ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন, ডাক্তারদের এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে। নাম নিচ্ছি না। ডাক্তাররা অরাজনৈতিক নন।’

এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই ডাক্তারদেয় পিছনে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএমের কিছু অংশ আর অতি বাম কিছু অবয়বহীন গোষ্ঠীই এই আন্দোলনের নেপথ্যে।’ সাংসদের কথায়, ‘নিজদের স্বার্থে আন্দোলনকে চালিত করতে গিয়ে আমাকে বা আমাদের অন্য কাউকে গো ব্যাক বলেছে। এদিকে সিপিএমের বহু নেতাদের বা নকশালদের বেশ কয়েকজন নেতাকে ডাক্তারদের এই আন্দোলনে দেখা গিয়েছে।’

Junior doctors protest mass signature in support of their ten demands

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে হুড়মুড়িয়ে কমছে বাস! কলকাতার রাস্তায় হচ্ছেটা কি? বাড়ছে উদ্বেগ

আর কি করের উত্তপ্ত আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’হাত তুলে প্রশংসা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের চাকরি থেকে বাদ দেবেন। এখনও তার মানবিক মুখ দেখা যায়।’ তবে ডাক্তারদের এই আন্দোলনকে নিশানা করে তিনি বলেন,’ ডাক্তাররা ভুল করছেন। এটা কোন আন্দোলনই হচ্ছে না। তাদের আন্দোলন অন্ধকার গলিতে ঢুকে পড়েছে । মনে রাখতে হবে যে মানুষ নির্যাতিতার বিচার চাইছে ডাক্তারদের ভারতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না।’ ডাক্তারদের আন্দোলন আদালতে এক মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর