বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, ভারত ‘রত্ন’ রতন টাটার নামে হবে বিশ্ববিদ্যালয়ের নামকরণ! এর পিছনে রয়েছে বিশেষ কারণ

বাংলাহান্ট ডেস্ক : রতন টাটার (Ratan Tata) প্রয়াণের পর থেকেই গোটা ভারতবাসীর মন খারাপ। এত কোটিপতি, বিত্তশালী হয়েও তাঁর মত মায়িক, জনদরদী, সৎ ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এই ব্যক্তির হাত ধরেই সমাজের কত দুঃস্থ মানুষ বেঁচে থাকার আশ্রয় পেয়েছে। পথ চলতি অবলা প্রাণীগুলোকে বিপদ থেকে রক্ষা করার রক্ষাকবচ তৈরি করেছেন তিনি। এমনকি দুঃস্থ মেধাবী পড়ুয়াদের এগিয়ে যাওয়ার ভরসাও জুগিয়েছেন। সেই ব্যক্তিকে ভুলে যাওয়া কল্পনার বাইরে। তবে এবার রতন টাটার (Ratan Tata) নামেই নামকরণ করা হলো বিশ্ববিদ্যালয়ের। এই বিষয় বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।

রতন টাটার (Ratan Tata) নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ:

তথ্যসূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মহারাষ্ট্র স্টেট স্কিল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে রতন টাটা (Ratan Tata) মহারাষ্ট্র স্টেট স্কিল ইউনিভার্সিটি করা হয়েছে। চলতি মাসের ১৪ই অক্টোবর রাজ্যের মন্ত্রিসভা থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর এ বিষয়ে ঘোষণা করেন উন্নয়নমন্ত্রী মঙ্গল প্রভাত লোধা।

আরো পড়ুন : সলমনকে খুনের হুমকি, শাহরুখকে বিশেষ সম্বর্ধনা! বিষ্ণোইদের না চটাতেই বন্ধুর সঙ্গে বিশ্বাঘাতকতা কিং খানের?

এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রতন টাটার (Ratan Tata) প্রশংসা করে জানিয়েছেন, তিনি হচ্ছেন ভারতের সন্তান এবং ভারতের অহংকার। তিনি সত্যিকারে ভারতের মূল্যবান রত্ন, বলে দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আর তাই হয়তো শিল্পপতিকে সম্মান জানিয়ে মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের এমন নামকরণ।

আরো পড়ুন : দেশের এক নম্বর গায়িকা, দু হাতে টাকা কামান, শ্রেয়ার স্বামী শিলাদিত্য কী করেন জানেন?

এমনকি এই বিষয় ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা: অপূর্ব পালাকার জানিয়েছেন, “শিল্পপতি রতন টাটা (Ratan Tata) ভারতের শিল্প উন্নয়নে বিরাট অবদান রেখেছেন। তিনি শুধু কর্মসংস্থানই দেননি বরং স্টার্ট-আপ সিস্টেমকে উৎসাহিত করেছেন এবং উদ্ভাবনকে উন্নীত করেছেন। আর ভার্সিটির দৃষ্টিভঙ্গি কিংবদন্তি রতন টাটাজির সাথে ব্যাপকভাবে মিলে যায়।” তিনি আরো জানান, ” আমরা খুব ভাগ্যবান যে রতন টাটার (Ratan Tata) নামে এই বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।” রতন টাটাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই এই নামকরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Ratan Tata

আপনাদের জানিয়ে রাখি মহারাষ্ট্রের এই ইউনিভার্সিটি থেকে ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের জন্য কোর্স করানো হয়। প্রায় ১৭ একর জমির উপর মাথা উঁচু করে মহারাষ্ট্রের পানভেলে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। তথ্যসূত্রে জানা গিয়েছে, এই বিশ্ববিদ্যালয়টি মহারাষ্ট্রের প্রথম স্কিল বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং আইটি সহ অন্যান্য সেক্টরে চাকরির জন্য স্কিল কোর্স করানো হয় এবং শিক্ষার্থীদের অত্যন্ত উন্নত প্রযুক্তির সাহায্যে প্রশিক্ষণও দেওয়া হয়। যা আগামী দিনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরীর একটি দীর্ঘ পথ তৈরি করে দিতে সক্ষম।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর