বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে আজ যে ফকির কাল সে রাজা। আর এই রাজা হওয়া, ভিখারি হওয়া সবসময় যে কর্মফলের ওপর নির্ভর করে এমনটা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় ভালো কর্ম করেও লাভের লাভ কিছুই হচ্ছে না। আসলে এই ভালো খারাপ নির্ভর করে গ্রহের ট্রানজিটের ওপর। গ্রহরা যেমন যেমন ঘুরবে, তেমন তেমন ভাবেই ঘুরবে রাশিদের (Astrology) ভাগ্য। ভালো হলে তো অত্যন্ত ভালো, আর যদি খারাপ হয় তাহলে জীবন বরবাদ। তবে, এবার অক্টোবরেই খুলতে চলেছে তিন রাশির ভাগ্য। ধন-সম্পদে শক্তিশালী হবেন জাতক-জাতিকারা।
ভাগ্য চমকাবে এই ৩ রাশির:
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গত ২০ অক্টোবর বিকেল ৩:০৪ মিনিটে মঙ্গল কর্কট রাশিতে (Astrology) প্রবেশ করবে। এরপর ২১ অক্টোবর ৬ টা বেজে ৪৯ মিনিটে চন্দ্রমা কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে তৈরি হতে চলেছে মহালক্ষ্মী যোগ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহালক্ষ্মী যোগে বিত্তশালী হয়ে উঠবে বিশেষ তিন রাশি।
লাভবান হবে এই তিন রাশি:
১. বৃষ রাশি: মহালক্ষ্মী যোগে সবথেকে বেশি লাভবান হতে চলেছেন বৃষ রাশির (Astrology) জাতক-জাতিকারা। এর ফলে দীর্ঘদিনের অমীমাংসিত কাজও এসময়ে মিটে যাবে। শাস্ত্র অনুসারে, এই যোগের প্রভাবে জাতক-জাতিকারা সর্বক্ষেত্রেই সাফল্য পেতে চলেছেন। বিশেষ করে চাকরি সূত্রে ভালো ফল পেতে পারেন। এই সময় কর্মসূত্রে রয়েছে বিদেশ ভ্রমণের যোগ। এছাড়াও যাঁরা চাকরি পরিবর্তনের ভাবনা চিন্তা করছেন তাঁদের জন্যও এই সময়টি অনুকূল। ব্যবসায়ীরা এই সময় ইতিবাচক ফলাফল পেতে পারেন। আগের তুলনায় ব্যয় কমবে, সঞ্চয়ের পরিমাণ বাড়বে।
আরও পড়ুন: ক্রমশ বাড়ছে সাসপেন্স! ২০২৫-এর IPL-এ খেলবেন না ধোনি? কি জানাল CSK?
২. কর্কট রাশি: কর্কট রাশির (Astrology) জাতক-জাতিকাদের মহালক্ষ্মী যোগের প্রভাবে ভাগ্য চমকাতে শুরু করবে। কর্মজীবনে বিশেষ সুযোগ পেতে পারেন তাঁরা। চাকরিজীবীদের পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়ীরা এই সময় বিনিয়োগ করতে পারেন। কারণ, এটি উপযুক্ত সময়। এছাড়াও, এই সময় নতুন কিছু শুরুর পরিকল্পনা করতে পারেন। তাতে লাভ মিলবে। দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে। সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাসও দৃঢ় হবে।
৩. কন্যা রাশি: ২১ অক্টোবর থেকে কন্যা রাশির (Astrology) জাতক-জাতিকাদের শুরু হতে চলেছে সুবর্ণ সময়। আর্থিক উন্নতির পাশাপাশি, চাকরির বিভিন্ন উৎস তৈরি হবে। এই সময়ে পরিশ্রমের ফল হাতেনাতে পাবেন তাঁরা। কারোর স্বাস্থ্য খারাপ থাকলে উন্নতি হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি, যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও ইতিবাচক ফল পেতে পারেন।