বাংলা হান্ট ডেস্ক: মন্ত্রিসভার সুপারিশ অনুসরণ করে রবিবার মলদ্বীপের (Maldives) রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু তাঁর দেশে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) তথা UPI চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, এই পদক্ষেপের ফলে মলদ্বীপের অর্থনীতি লাভবান হবে। জানিয়ে রাখি যে, মলদ্বীপ ভারতের UPI সুবিধার সাথে আরও ভালো আর্থিক লেনদেন এবং ডিজিটাল পরিকাঠামোতে সহায়তা পাবে।
এবার মলদ্বীপে (Maldives) লঞ্চ হবে UPI পরিষেবা:
চলতি মাসে ভারতে আসেন মুইজ্জু: উল্লেখ্য যে, চলতি মাসেই ভারত সফরে আসেন মুইজ্জু। তারপরেই মলদ্বীপের (Maldives) ডিজিটাল ও আর্থিক পরিষেবার বাস্তবায়নে এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের (DPI) উন্নয়নে কাজ করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী কর্তৃক উপস্থাপিত প্রস্তাব নিয়ে আলোচনার পর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “রাষ্ট্রপতি ড. মুইজ্জু মলদ্বীপে UPI চালু করার জন্য একটি কনসোর্টিয়াম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।”
ইন্টার-এজেন্সি কো-অর্ডিনেটিং টিম গঠনের সিদ্ধান্ত: মুইজ্জু পরামর্শ দেন যে দেশে কর্মরত ব্যাঙ্ক, টেলিকম কোম্পানি, সরকারি মালিকানাধীন কোম্পানি এবং ফিনটেক কোম্পানিগুলিকে কনসোর্টিয়ামে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি ট্রেডনেট মলদ্বীপ কর্পোরেশন লিমিটেডকে কনসোর্টিয়ামের প্রধান সংস্থা হিসেবে নিযুক্ত করেছেন। এদিকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেওয়া তথ্যে বলা হয়েছে, “মুইজ্জু মলদ্বীপে (Maldives) UPI পরিষেবা চালু করার তদারকি করার জন্য অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রকের নেতৃত্বে একটি ইন্টার-এজেন্সি কো-অর্ডিনেটিং টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: পাল্টে যাচ্ছে সব হিসেব! এবার শ্রেয়স আইয়ারের থেকে মুখ ফেরাবে KKR? সামনে এল বড় আপডেট
অগাস্টে সম্পন্ন হয়েছিল চুক্তি: এই টিমে অর্থ মন্ত্রক থেকে শুরু করে স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রক এবং মলদ্বীপ (Maldives) মনিটারি অথরিটি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের অগাস্ট মাসে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সফরের সময়ে, মলদ্বীপ এবং ভারত ওই দ্বীপরাষ্ট্রে UPI বাস্তবায়নের জন্য একটি মৌ স্বাক্ষর করেছিল।
আরও পড়ুন: ক্রমশ বাড়ছে সাসপেন্স! ২০২৫-এর IPL-এ খেলবেন না ধোনি? কি জানাল CSK?
জানিয়ে রাখি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত এই আর্থিক ইন্টারফেস ইতিমধ্যেই ভারতের বাইরে অন্যান্য অনেক দেশে ব্যবহৃত হয়েছে। UPI সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে, শ্রীলঙ্কা, ফ্রান্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, UK এবং মরিশাসে ব্যবহৃত হয়। এমতাবস্থায়, এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে মলদ্বীপের (Maldives) নাম।