বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর নিঃসন্দেহে ক্রীড়া অনুরাগীদের মন খারাপ হতে বাধ্য। অলিম্পিকের মঞ্চ হোক কিংবা কমনওয়েলথ গেমস প্রতিটি ক্ষেত্রেই হকিতে (Hockey) ভারতের পদক রীতিমতো নিশ্চিত হয়ে থাকে। অতীতে ভারতের পুরুষ এবং মহিলা হকি দলের একাধিকবার পদক জেতার বিষয়টি পরিলক্ষিত হয়েছে।
হকি (Hockey) নিয়ে বড় সিদ্ধান্ত:
কিন্তু, এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, আগামী কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়তে চলেছে হকি (Hockey)। জানিয়ে রাখি যে, পরবর্তী কমনওয়েলথ গেমস সম্পন্ন হবে গ্লাসগোতে। এমতাবস্থায়, ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে গ্লাসগো কমনওয়েলথ গেমসে হকি প্রতিযোগিতা থাকবে না। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অবাক করা একটি কারণ। মূলত, খরচ কমানোর জন্যই হকির মতো খেলাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর থেকেই ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে বিভিন্ন বিতর্ক সামনে আসছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ বিপুল খরচের কারণ দেখিয়ে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে এসেছে। এমন পরিস্থিতিতে সামগ্রিকভাবে ভিক্টোরিয়া প্রদেশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন কমনওয়েলথের আয়োজকরা। তারপরেই কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পায় গ্লাসগো। ২০১৪ সালের পর ফের কমনওয়েলথ গেমসের আয়োজন করবে স্কটল্যান্ডের এই শহর।
আরও পড়ুন: বেঙ্গালুরু টেস্টে হারের পর মন খারাপ! স্ত্রী অনুষ্কার সাথে কীর্তন শুনতে গেলেন বিরাট, ভাইরাল ভিডিও
যদিও, এই প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব গ্রহণ করলেও বাজেট কমানোর পথে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে গ্লাসগো। সূত্র মারফত জানা গিয়েছে যে একই সাথে ৩ টি খেলাকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেখানে হকি (Hockey) ছাড়াও রয়েছে রোড রেসিং এবং নেট বল। যদিও, সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। আগামী মঙ্গলবার কমনওয়েলথ গেমসের সূচি প্রকাশিত হবে। সেখানেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন: মুইজ্জু সরকারের বড় সিদ্ধান্ত! এবার মলদ্বীপে লঞ্চ হবে UPI পরিষেবা, জারি হল নির্দেশ
এদিকে, এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও, বিষয়টির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক হকি ফেডারেশন এবং কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ কোনও বিবৃতি দেয়নি। জানিয়ে রাখি যে, গতবারের থেকে ইতিমধ্যেই ১০ টি খেলা ছেঁটে ফেলা হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমসে। পাশাপাশি, মাত্র ৪ টি ভেন্যুতে গোটা টুর্নামেন্ট আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে। যেখানে হকির (Hockey) কোনও মাঠ নেই। এমন পরিস্থিতিতে, কমনওয়েলথ গেমসে যে হকি থাকছে না সেই বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।