বাংলা হান্ট ডেস্কঃ মাসের পর মাস অপেক্ষা! এখনও কোনো সুরাহা হয়নি। ২০২৪ এর শেষে এসেও জট খোলেনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) মামলার। এ বছর আর কোনো আশাও নেই। কারণ আগামী বছর অর্থাৎ, ২০২৫ সালের ৭ জানুয়ারি (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা (DA Case)। আপাতত সেই দিনের জন্য অপেক্ষায় সরকারি কর্মীরা। তবে এরই মাঝে বড় আপডেট।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হল, বকেয়া ডিএ মামলায় তারাও যুক্ত হতে চলেছেন। সম্প্রতি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ঘোষ লেখেন, ‘রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্ট চলছে। এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ অংশীদার নয়। এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য প্রচেষ্টা চলছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে যান। সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। এই বৃহৎ ও কঠিন লড়াইয়ে সবাইকে পাশে চাই। ”
প্রসঙ্গত, ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত ২০২২ সালের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও শুনানি পিছিয়ে গিয়েছে।
আরও পড়ুন: দীপাবলির আগেই ‘দানা’র তাণ্ডব? ফিরবে আমফান-ফণীর স্মৃতি? কতখানি শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়?
এদিকে উৎসবের মধ্যেই ধামাকা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) আরও ৩% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। যার ফলে দীপাবলির আগে রীতিমতো লটারি লাগলো সরকারি কর্মীদের (Government Employees)। এতদিন তারা ৫০% হারে ডিএ (DA) পাচ্ছিলেন। এবার তা বেড়ে হল ৫৩ শতাংশ। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ১৪% হারে ডিএ পাচ্ছেন।