বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে একটা চাকরি জোগাড় করা ভীষণ কঠিন। ঝুলিতে উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে বহু যুবক-যুবতী চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। রাজ্যের যুবক-যুবতীদের আয়ের বন্দোবস্ত করে দিতে যেমন বড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাঁদের কাজ এবং উপার্জনের সুযোগ করে দিতে দারুণ প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে।
বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ প্রকল্প (Government Scheme) রাজ্যের!
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে চালু করা এই প্রকল্পের নাম উৎকর্ষ বাংলা। এই স্কিমের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক-যুবতীদের কাজের সুযোগ করে দিচ্ছে রাজ্য। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর এই প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছে।
জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে যুবক-যুবতীদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রশিক্ষণ প্রদান করা হয়। রাজ্যের তরফ থেকে সরকারিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তাদের তরফ থেকেই কাজের সুযোগ করে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ‘অসহায় বোধ করছি’! স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিলোত্তমার বাবা-মা! এবার বড় পদক্ষেপ
২০১৬ সালে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকার উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প চালু করেছিল। এর অধীন বাংলার নানান পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং স্বল্পমেয়াদি দক্ষতা বিকাশ কেন্দ্রে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। ইলেকট্রিশিয়ান, টেলারিং ফিটিং, বিউটিশিয়ান, রিটেল সহ নানান কেন্দ্রে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে রাজ্য। ট্রেনিং শেষে সার্টিফিকেটও মেলে।
জানা যাচ্ছে, রাজ্য সরকারি এই প্রকল্পের অধীন সফল যুবক-যুবতীদের কাজের সুযোগ প্রদান করা হয়। নানান বড় বড় কোম্পানির সঙ্গেই নিজের জেলাতেও কাজের বন্দোবস্ত করা হয়। তবে এই স্কিমে (Government Scheme) আবেদন করতে গেলে বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতামান থাকতে হয়।
আবেদনকারী ব্যক্তিকে যেমন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। পরিচয়পত্র, জাতিগত শংসাপত্র, বাসস্থানের প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে এই প্রকল্পে আবেদন করা যায়। এরপর যথাযথ নথি আপলোড করে তা সাবমিট করে দিতে হয়।