বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) আবহেই হাসপাতালে থ্রেট কালচার, আতঙ্ক বা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার অভিযোগে গত সেপ্টেম্বর মাসে ৪৭ জন চিকিৎসককে সাসপেন্ড করে দেয় হাসপাতালের কলেজ কাউন্সিল। এবার সেই মামলায় দ্রুত শুনানির আবেদন। প্রিন্সিপ্যালকেও মামলায় পার্টি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলাটি দ্রুত শোনার আর্জি জানানো হবে বলে সূত্রের খবর।
সোমবার ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েন আরজি করের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। কেন নবান্নকে না জানিয়েই হাসপাতাল থেকে ৪৭ জনকে সাসপেন্ড করা হয়েছে, সেই নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আরজি কর মেডিক্যাল কলেজের নয়া প্রিন্সিপ্যালের উদ্দেশে মমতা বলেন, “আপনিও তো ৪৭ জন ছাত্রকে সাসপেন্ড করেছেন। আমাকে তো জানান নি?”
ক্ষোভের সুরে মমতা বলেন,’ প্রিন্সিপাল আপনার তো প্রথমে রেকমেনডেশন পাঠানো উচিত ছিল স্বাস্থ্য দফতরকে। স্বাস্থ্য দফতর আমাদের সঙ্গে আলোচনা করত। সেটা না করে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না?” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি আপনাকে প্রিন্সিপ্যাল করেছি যাতে সবাইকে টেক কেয়ার করতে পারেন। আপনার কারোর বিরুদ্ধে ক্ষোভ, রাগ, অভিযোগ থাকতেই পারে। কিন্তু আপনি কিকরে নিজে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন? এটা থ্রেট কালচার নয় কি?”
গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় ৩১ বছরের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনার জেরেই শিরোনামে উঠে আসে আর জি কর হাসপাতাল। সামনে আসে হাসপাতালের একের পর এক অনিয়মের অভিযোগও। দীর্ঘদিন ধরে হাসপাতালে চলতে থাকা ‘থ্রেট কালচারে’র মতো গুরুতর অভিযোগ ওঠে।
আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়? আদালতে CBI যা দাবি করল … ফাঁস হতেই তোলপাড়!
গুরুতর এই অভিযোগ সামনে আসতেই আর জি কর থেকে ৪৭ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। যারা প্রত্যেকেই সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। প্রাক্তন অধ্যক্ষর ‘মদতে’ হাসপাতালে তাদের বাড়বাড়ন্ত বলে অভিযোগ সামনে আসে। এরপরই আসরে নামে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও পাল্টা এই অভিযুক্তদেয় দাবি, থ্রেট কালচারের অজুহাতে নিজেদের অপছন্দের ইন্টার্ন-পিজিটিদের হাসপাতাল থেকে সরিয়ে দিতে চাইছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদেয় একাংশ। তাদের পাল্টা দাবি তারাই ‘থ্রেট কালচারের’ শিকার।