খাবার টেবিলে জ্যান্ত ইঁদুর!হইচই রেস্তোরাঁ

 

বাংলা হান্ট ডেস্ক : আপনি যদি দেখেন আপনার টেবিলে পড়ল একটি জ্যান্ত ইঁদুর। কেমন মনে হবে আপনার?কেমন হবে সেই অভিজ্ঞতা! এমনই অভিজ্ঞাতা হল মার্কিন যুক্ত রাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক মহিলার।বাফালো ওয়াইল্ড উইংস, আমেরিকা জুড়ে রেস্তরাঁ চালায়। লস অ্যাঞ্জেলেসের তেমনই একটি রেস্তরাঁয় যান টেক্সাসের বাসিন্দাআলিশা নরম্যান। টেবিলে বসেন, মেনু কার্ড দেখতে দেখতে ভাবছিলেন কী অর্ডার করবেন। কিন্তু না, কিছুই অর্ডার করতে হয়নি। তার আগেই ওপর থেকে পড়ে একটি জ্যান্ত ইঁদুর। দেখেই তিনি আঁতকে ওঠেন। দেখা যায় উঁচু থেকে পড়ার জন্য ইঁদুরটি আহত হয়েছিল।

 

রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে ক্ষমাপ্রার্থী জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসের জনস্বাস্থ্য বিভাগ রেস্তরাঁটি পরিদর্শন করে। তখন সবই ঠিক ছিল।

e1aa3 img 20190624 wa0050

ইঁদুরটি সম্ভবত কাছেই একটি নির্মীয়মানভবন থেকে এসেছে।আলিশার এই ঘটনা নিজের ফেসবুকে তুলে ধরেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক ব্রুকস জ্যারোজ। সেখানেই দেখা যাচ্ছে টেবিলে একটি মেনু কার্ডেও ওপর পড়ে রেয়েছে একটি ইঁদুর।

 

সম্পর্কিত খবর