বাংলা হান্ট ডেস্ক : প্রায় সারা বছর ধরেই ওঠা-নামা করে সোনার দাম (Gold Price)। কিন্তু সোনা যতই দামী হোক না কেন এই মূল্যবান ধাতুর (Gold Price) প্রতি আকর্ষণ কমে না এক ফোঁটাও। বিশেষ করে নারী-পুরুষ নির্বিশেষে সোনাপ্রেমীদের সোনার প্রতি (Gold Price) থাকে এক আলাদাই দুর্বলতা। সেই প্রাচীন যুগ থেকে সোনা শুধু অলংকার হিসেবেই নয় অনেকের কাছে ভবিষ্যতের সম্পদও। তাছাড়া ভারতীয়দের কাছে সোনা মানেই অত্যন্ত শুভ। তাই যে কোন উৎসব অনুষ্ঠানে হোক কিংবা পুজো পার্বণে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে অনেকেই বেছে নেন সোনার গয়না।
কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
দুর্গাপুজো-লক্ষ্মীপুজোর পর সামনেই আসছে ধনতেরাস আর দিওয়ালি। প্রত্যেক বছরেই এই সময় সোনার দোকানে ভিড় থাকে চোখে পড়ার মতো। বিগত কয়েকদিনে একটানা লাফিয়ে বেড়েছে সোনার দাম (Gold Price)। তারপর ধনতেরাসের আগেই আজ অর্থাৎ ২৩ অক্টোবর বেশ খানিকটা সস্তা হয়েছে সোনালী ধাতু। তাই এই সুযোগে অনেকেই কিনে নিচ্ছেন পছন্দের সোনা গয়না। তবে আজ সোনার দাম কমলেও ঊর্ধ্বমুখী রুপোর দাম। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতার বাজারে সোনা-রুপোর দাম কত?
২২ ক্যারেট সোনার দাম কত?
আজ অক্টোবরের ২৩ তারিখ। অর্থাৎ মাসের প্রায় শেষ। আজকের দিনে অর্থাৎ বুধবার এক ধাক্কায় বেশ খানিকটা সস্তা হল হলুদ ধাতু। আজকের দিনে কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনা দাম রয়েছে ৭ হাজার ২৯৯ টাকা। এরফলে ১০ গ্রাম ওজনের হলমার্ক যুক্ত সোনার দাম পড়বে ৭২ হাজার ৯৯০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম কত?
ধনতেরাসের আগেই এবার বড় স্বস্তি পেলেন সোনা প্রেমীরা। আজ অর্থাৎ বুধবার ২৩ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ৯৬৩ টাকা। তাই আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৭৯ হাজার ৬৩০ টাকা।
২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?
তবে এখানে বলে রাখি যেহেতু উৎসবের মওসুম তাই অধিকাংশ মানুষই এখন সোনার গয়না কেনার প্রতিই বেশি আগ্রহী। তাই তাদের ২২ ক্যারেটের সোনা নেওয়াই ভালো। অনেকেই হয়তো জানেন না ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে রয়েছে একটা বিশেষ পার্থক্য। আসলে ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। কিন্তু সামান্য খাদ না থাকলে তা দিয়ে গয়না তৈরী করা যায় না। তাই ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে যেহেতু ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়, তাই অধিকাংশ গয়না বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।
আরও পড়ুন : শুরু হয়ে গিয়েছে ধর্ম মাস, কার্তিক মাসেই করুন বিশেষ কাজ, সংসারে উপচে পড়বে ধন জোয়ার
১৮ ক্যারেট সোনার দাম কত?
তবে বিগত কয়েক দিনে যে হারে সোনার দাম বেড়েছে তাতে বাজেটের কথা ভেবে অনেকেই ১৮ ক্যারেটের সোনা কেনার কথা ভাবছেন। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫ হাজার ৯৭২ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৫৯ হাজার ৭২০ টাকা।
আজ কলকাতায় রুপোর দাম কত?
তবে জানলে অবাক হবেন আজকের দিনে সোনা সস্তা হলেও দাম বেড়েছে রুপোর। কেউ যদি আজই রুপো কেনার কথা ভাবেন তাহলে এখনই দেখে নিন রুপোর দাম। আজ কলকাতায় ২৩ অক্টবর কলকাতায় ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ২ হাজার ১০০ টাকা।