বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। বঙ্গোপসাগরে ফুঁসে উঠেছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শক্তিশালী এই ঘূর্ণিঝড় আরও কিছুটা উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। রাত থেকেই কলকাতা এবং শহরতলিতে ঝড়ের সম্ভাবনা। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোথাও কোথাও।
ভয় ধরাতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে, আজ রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ‘দানা’ শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পরের ২৪ ঘণ্টায় ঝড় প্রবল বেগে আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারের মধ্যবর্তী এলাকায় শুক্রবার সকালের মধ্যে ‘ল্যান্ডফল’ হতে পারে। ল্যান্ডফল করার সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ইতিমধ্যেই সমস্ত জেলায় জারি হয়েছে সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি থেকে অত্যাধিক ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের এই দুদিনই। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা।
বুধবার থেকেই আমূল আবহাওয়ার বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কাল থেকে ভারী বৃষ্টি। ‘দানা’র ব্যাপক প্রভাব পড়বে দিঘা উপকূলের ৬০ কিলোমিটারের মধ্য়ে। ৩-৪ মিটার উঁচু ঢেউ উঠবে। ঘূর্ণিঝড়ের জেরে বৃহস্পতিবার দুর্যোগ বাড়বে।
আরও পড়ুন: যে কোনো সময়…! রাতের ঘুম উড়ল শিক্ষকদের, সুপ্রিম কোর্টের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছে সকলে
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে হলুদ সতর্কতা।