ঠোঁটে বাঁকানো নথ, থুতনিতে লালের ছোঁয়া, শ্রীলেখার ছবি দেখেই দুষ্টু প্রশ্ন, ‘কে দিল লাভ বাইট?’

বাংলাহান্ট ডেস্ক : মনের কথা সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ করে থাকেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি থেকে বিভিন্ন বিষয়ে বিরোধিতা, সমর্থন নিজের মতামত প্রকাশের জন্য অনলাইন প্ল্যাটফর্মকেই বেছে নেন তিনি। নেটিজেনদের সঙ্গেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শ্রীলেখার (Sreelekha Mitra)। মাঝে মাঝে যে নেতিবাচকতার সম্মুখীন হতে হয় না তাঁকে এমনটা নয়। তবে তাঁর স্পষ্টবাদী স্বভাবের প্রশংসাও করেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার শ্রীলেখার (Sreelekha Mitra)

আরজিকর কাণ্ডের প্রতিবাদ থেকে নিজের কাজের প্রচার, সবটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীলেখা (Sreelekha Mitra)। সম্প্রতি নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী। গোলাপি শাড়ির সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজ পরেছেন তিনি। গলায় হালকা হার, নাকের স্টাইলে ঠোঁটে ছোট নথ। হালকা মেকআপের সঙ্গে লিপস্টিক দিয়ে কপালে আর থুতনিতে উল্কির মতো ডিজাইন করেছেন শ্রীলেখা (Sreelekha Mitra)।

আরো পড়ুন : মাত্র ১৮ বছরে প্রথম বিয়ে, টেকেনি সংসার, প্রেমিক দেবমাল্যর সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন মধুমিতা?

মশকরা করেছেন নেটিজেনরা

ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘দ্য ইন্ডিয়ান বং ভাইকিং ভার্সন’। প্রাচীন স্ক্যান্ডেনেভিয়ান যোদ্ধা অধিবাসীদের সঙ্গে শ্রীলেখার (Sreelekha Mitra) নিজের বাঙালি সত্ত্বার এই তুলনা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। আবার অনেকে একটু মশকরা করার লোভও সামলাতে পারেননি।

আরো পড়ুন : সিরিয়ালে বর-বউ, বাস্তবেও প্রেম! হাঁটুর বয়সী অয়ন্যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রিয়াজ?

কী উত্তর দিলেন অভিনেত্রী

একজন মজা করে লিখেছেন, ‘কে দিল লাভ বাইট?’ শ্রীলেখাও (Sreelekha Mitra) মজার সুরেই উত্তর দিয়েছেন, ‘কোথায় লাভ আর তারপরে তো বাইট, নিজেই পেনসিল দিয়ে ভাইকিং সাজার চেষ্টা করলাম’। অবশ্য শ্রীলেখার এই বাঙালি ভাইকিং সাজ বেশ মনে ধরেছে নেটনাগরিকদের।

Sreelekha Mitra

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকতে দেখা যায় শ্রীলেখাকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে সুর চড়ানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার হয়েছিলেন তিনি। এমনকি টলিউডের অন্দরে থ্রেট কালচার নিয়েও রাখঢাক না করেই সরব হয়েছেন শ্রীলেখা। তাঁর এই প্রতিবাদী সত্ত্বাকে অনেকেই কুর্নিশ জানান।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর