এবার হবে বড়সড় ওলট-পালট! বদল আসবে ব্যাংক খোলার নিয়মে, বাড়বে ছুটি! জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : ব্যাংক কর্মী ও গ্রাহকদের জন্য উৎসবের মরশুমে বড় খবর। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্যাংক (Bank) কর্মচারী সংগঠন সপ্তাহে দুই দিন ব্যাংক ছুটির দাবি জানিয়ে আসছিল। ব্যাংক কর্মীদেরও দাবি ছিল রবিবারের পাশাপাশি শনিবারও ছুটির। এই অবস্থায় মনে করা হচ্ছে, ব্যাংক কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি অবশেষে হয়ত মেনে নিতে পারে সরকার।

ব্যাংকের (Bank) নিয়মে আসছে বদল

শনিবার ব্যাংক বন্ধ রাখার দাবি সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কস কনফেডারেশন এবং ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নগুলির মধ্যে। ধারণা করা হচ্ছে এর ফলে বদলে যেতে চলেছে ব্যাংক খোলা ও বন্ধের নিয়ম। এবার থেকে সপ্তাহে দুদিন বন্ধ থাকতে পারে ব্যাংক। তবে এই সংক্রান্ত বিষয়টি কবে বাস্তবায়িত হবে সেটি এখনো জানা যায়নি।

State Bank Of India launches new project.

সপ্তাহে পাঁচ দিন কাজ করার দাবি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ব্যাঙ্কস কনফেডারেশন (IBA) এবং ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নগুলি। এই আবহে যদি সরকার মান্যতা দেয় তাহলে চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরু থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম। ব্যাংকের কাজ বন্ধ থাকবে শনি ও রবিবার।

আরোও পড়ুন : কলকাতা থেকে উঠুন Flight’য়ে, আর চোখের নিমেষে পৌঁছে যান Andaman! কবে কখন মিলবে পরিষেবা?

ইন্ডিয়ান ব্যাঙ্কস কনফেডারেশন (IBA) এবং ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি যে চুক্তি স্বাক্ষরিত করেছে সেই অনুযায়ী দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকে সপ্তাহের পাঁচ দিন কাজ হবে। যদিও এই দাবি সংক্রান্ত চুক্তি অনুমোদন দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।

Banks will be closed for 12 days in July.

সরকারের তরফে অনুমোদন দেওয়া হলে বদল আসবে ব্যাংক খোলা ও বন্ধের নিয়মেও। বর্তমান নিয়ম অনুযায়ী, দেশের ব্যাংকগুলির ওয়ার্কিং আওয়ার শুরু হয় সকাল ১০ টা থেকে এবং শেষ হয় বিকাল ৫ টায়। নতুন নিয়ম বলবৎ হলে সকাল ৯ঃ৪৫ মিনিট থেকেই শুরু হয়ে যাবে ব্যাংকের কাজ। বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সেই কাজ চলবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর