‘ভোজপুরি পর্নস্টার’! পবন সিংকে যেভাবে ঠুকলেন গর্গ চট্টোপাধ্যায়… রীতিমতো ফেঁসে গেল TMC

বাংলাহান্ট ডেস্ক : একেই আরজি কর কাণ্ডের জেরে তৃণমূল ব্যাকফুটে পৌঁছে গিয়েছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে শাসকদল অর্থাৎ নিজেদের দোষ ঢাকতে বিভিন্ন রকমের কাজ করছেন। কিন্তু তাতে কতটা সফল হয়েছেন সেটা একমাত্র তারাই জানে। তবে এরই মাঝে চাউর হয়েছে একটি বিশেষ খবর। শোনা যাচ্ছে, ‘বাঙাল ওয়ালি মাল’ খ্যাত ভোজপুরি গায়ক এবার বাংলায় আসছেন। তাও আবার কিনা তৃণমূল বিধায়কের আমন্ত্রণে। তবে এর তীব্র বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছেন, গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)।

সেইসাথে বাংলায় পবন সিংয়ের প্রবেশ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আসলে কালীপুজো উপলক্ষে আসানসোলের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরে রাম সিং এবং তার পুত্র প্রেমপাল সিং ভোজপুরি গায়ক পবনকে (Pavan Singh) আমন্ত্রণ জানিয়েছেন। পবনও সাদরে সেই আমন্ত্রণপত্র গ্রহণও করেছেন। সেই ভিডিও ক্যামেরাবন্দি করে তিনি আবার সমাজ মাধ্যমে পোস্টও করেন। আগামী ৩রা নভেম্বর আসানসোলের বহুলায় তিনি আসতে চলেছেন বলে জানা গিয়েছে সমাজ মাধ্যম থেকে। সেই খবর প্রকাশ্যে আসতে তীব্র নিন্দা করেছেন গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)।

পবন সিং (Pavan Singh) কে হুঁশিয়ারি গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee):

ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় পবন সিং-কে বাঙালি বিদ্বেষী, বাঙালি লোলুপ, ভোজপুরি পর্নস্টার বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন,  “পশ্চিম বর্ধমান জেলার বহুলা এলাকায় পবন সিং আবার আসছে এবং এবার তাকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি নয় তৃণমূলের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরে রাম সিং নামের এক ব্যক্তি এবং তার পুত্র প্রেমপাল সিং।”

Garga Chatterjee

এরপরই তিনি এর বিরোধিতা করে বলেন, “আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে স্পষ্টত হুঁশিয়ারি দিতে চাই বাংলার মাটিতে, তিলোত্তমার মাটিতে, মা কালীর মাটিতে বাঙালি নারী বিদ্বেষী, বাঙালি নারীকে অপমান করা, বাঙালি নারীকে ভোগ্য পণ্যবস্তু হিসেবে তুলে ধরা, এই ভোজপুরি পর্নস্টারকে কোন প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। এবং এই বাঙালি বিদ্বেষী, নারী বিদ্বেষী ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে”। এমনটাই মন্তব্য করেন গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)।

আরোও পড়ুন : অনুরাগের ছোঁয়া ছেড়ে এবার এই চ্যানেলের নতুন মেগায় ফিরছেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায়

সেই সাথে তিনি বিশেষ কিছু গানের উল্লেখ করে বলেছেন যেগুলি বাঙালি নারী বিদ্বেষী গান। যে গান গুলির উল্লেখ করেছেন, সেগুলি হচ্ছে – ‘বাঙাল ওয়ালি মাল’, ‘বাঙাল সে লিয়ায়েম সতীন’,  ‘বঙ্গাল কে পানি’, ‘সতীন বাঙালি ওয়াসে’। গর্গ চট্টোপাধ্যায়ের মতে, এই প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলেও এই প্রতিটি ভিডিওতেই বাঙালি নারীকে ভোগ্য পণ্যবস্তু হিসেবে তুলে ধরা হয়েছে।

সেই সাথে তিনি জানিয়েছেন, কালীপুজোকে, আমাদের ধর্মীয় উৎসবকে কালিমা লিপ্ত করতে, ভোজপুরি পর্নস্টার পবন সিংকে (Pavan Singh) আনা হচ্ছে, আর এই ঘটনার মূল কান্ডারী হচ্ছেন তৃণমূল বিধায়ক হরে রাম সিং এবং প্রেমপাল সিং। আর তারই তীব্র বিরোধিতা করে বাংলায় বারংবার না আসার হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন গর্গ চট্টোপাধ্যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর