অরিজিতের ‘হেঁশেলে’ খাবার খেয়ে কেঁদেই ফেললেন কিরণ, গায়কের বাবার সামনেই… এ কী কাণ্ড!

বাংলাহান্ট ডেস্ক : অরিজিৎ সিং এবং কিরণ দত্ত (Kiran Dutta), দুজনেই বাংলার গর্ব। একজন ভারত সেরা গায়ক, যিনি দেশের বাইরেও দেশ তথা জাতির নাম উজ্জ্বল করছেন। আর অন্যজন নিজের কনটেন্ট দিয়ে জাতীয় মঞ্চে হয়ে উঠেছেন জনপ্রিয় নাম, দশের মধ্যে একজন। এবার অরিজিতের সঙ্গে মিলে গেলেন কিরণ (Kiran Dutta)। না, দুজনের সরাসরি দেখা না হলেও গায়কের রেস্তোরাঁতে গিয়ে ফুড রিভিউ করে এলেন বং গাই।

অরিজিতের রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন কিরণ (Kiran Dutta)

সম্প্রতি মুর্শিদাবাদে ঘুরতে গিয়েছিলেন কিরণ (Kiran Dutta)। সঙ্গে ছিলেন প্রেমিকা অন্তরাও। আর মুর্শিদাবাদেই অরিজিৎ সিং এর রেস্তোরাঁ ‘হেঁশেল’। মুর্শিদাবাদ গিয়েছেন আর অরিজিতের রেস্তোরাঁয় একবার ঢুঁ মারবেন না তা কী হয়! মিনি ভ্লগে কিরণ (Kiran Dutta) জানান, পালকিতে চেপে অরিজিতের হেঁশেলে গিয়েছিলেন তাঁরা।

আরো পড়ুন : সলমনের অবলম্বন শেরা, প্রসেনজিৎ-কোয়েলদের দেহরক্ষীদের নাম জানেন? প্রাণ দিয়েও করেন রক্ষা

কেমন রিভিউ দিলেন বং গাই

রেস্তোরাঁয় গিয়ে চিকেন থালি অর্ডার দিয়েছিলেন কিরণ (Kiran Dutta)। ডুমুর, এঁচোরের মতো বাঙালি পদ আর চিকেন সহযোগে থালি খেয়ে কেঁদে ফেলার জোগাড় বং গাই। রেস্তোরাঁর পরিবেশ কিরণের কথায়, সাদামাটা এবং সহজ সরল। এদিকে বং গাইকে রেস্তোরাঁয় দেখে হইচই পড়ে যায় সেখানকার কর্মচারীদের মধ্যে। অরিজিতের বাবার সামনেই তাঁরা সেলফি তুলতে শুরু করেন কিরণের (Kiran Dutta) সঙ্গে। মজা করে ইউটিউবার বলেন, ‘এত সম্মান পেয়ে ওনার পায়ে পড়ে কান্নাকাটি করে, টাইলসে মাথা ঠুকে অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার প্ল্যান আমি ওখানেই গিলে ফেললাম’।

আরো পড়ুন : ‘ডানা’র ঝাপটার আগেই ঘূর্ণিঝড়ে ওলটপালট TRP তালিকা, সেরার সেরা হল কে?

নিজেও রেস্তোরাঁয় আসেন অরিজিৎ

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। সেখানেই তিনি খুলেছেন নিজের রেস্তোরাঁ। অরিজিতের এই হেঁশেলে মাত্র ৩০ টাকাতেই ভরপেট খাবার পাওয়া যায়। এই রেস্তোরাঁর দায়িত্বে মূলত রয়েছেন অরিজিতের বাবা। তবে তিনি মুর্শিদাবাদে থাকলে দিনে অন্তত একবার এই রেস্তোরাঁয় আসেন।

Kiran Dutta

অন্যদিকে বং গাই এর কথা বললে সদ্য ফোর্বসের সেরা ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় দশম স্থান অধিকার করেছেন তিনি। বাঙালি ইউটিউবারদের মধ্যে জনপ্রিয়তায় প্রথমেই আসবে তাঁর নাম।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর