হামেশাই তো দার্জিলিং যান! কিন্তু এই পাহাড়ি ঝর্ণাটা মিস করে যান নি তো? রুটটা মাথায় রাখুন

বাংলাহান্ট ডেস্ক : পাহাড় প্রিয় বাঙালির কাছে চিরকাল ফেভারিট ডেস্টিনেশন দার্জিলিং (Darjeeling)। হাতের কাছের এই শৈল শহর যুগ যুগ ধরে মোহিত করে রেখেছে পর্যটন প্রিয় বাঙালিকে। শিলিগুড়ি থেকে রংটং হয়ে যে আঁকাবাঁকা পাহাড়ি পথ দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে গেছে সেখানেই পড়ে অপূর্ব সুন্দর একটি ঝর্না।

দার্জিলিংয়ের (Darjeeling) এক বিখ্যাত ঝর্ণার গল্প

এই মনমুগ্ধকর মায়াবী জায়গায় কাটানো যেতে পারে বেশ কিছুটা সময়। পথের ধকল নিমেষে উড়ে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটিতে পা রাখলে। সারি সারি পাহাড়ের মাঝে আকাশে উড়তে থাকা পাখিদের কলরব আর পাহাড়ি ঝর্নার বয়ে চলা জলের শব্দ আপনাকে দেবে অনন্য এক অনুভূতি। হাঁ করে তাকিয়ে থাকবেন আপনি।

Darjeeling

রংটং হয়ে দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথেই পড়ে পাগলাঝোড়া ওয়াটারফল। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই জায়গাটি। ঝর্নার জলে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকতে মন্দ লাগবে না। তাছাড়াও তুলতে পারেন সেলফি। ফটোগ্রাফারদের জন্য এই জায়গাটিতে রয়েছে একাধিক ছবির খোরাক।

আরোও পড়ুন : আধার কার্ড দিয়ে আর হবে না এই কাজ! নির্দেশ সুপ্রিম কোর্টের, সমস্যায় পড়ার আগেই জানুন

এক পর্যটকের কথায়, সারি সারি পাহাড়ের মাঝে পাগলাঝোড়ার এই ওয়াটারফল (Waterfall) সত্যিই অপূর্ব। নিমিষে দূর হয়ে যায় সব ক্লান্তি। এখানে বেশ কিছুটা সময় কাটানো যায়। মনের মধ্যে না জানা ভালোলাগা কাজ করে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটে চলা টয় ট্রেনের লাইন এখান দিয়েই গেছে।

https://youtube.com/shorts/8p3PcMMcbzY?si=2EMSMvdCHZVuwPAi

যদিও ধ্বসের কারণে বর্তমানে এই টয় ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। টয় ট্রেন থেকেও উপলব্ধি করা যায় এই জায়গাটির সৌন্দর্য। তবে যারা গাড়ি করে দার্জিলিং যান তাদের এখানে অবশ্যই একটিবার স্টপেজ নেওয়া উচিত। এরপর যখন আপনারা দার্জিলিং যাবেন তখন অবশ্যই কিন্তু একটি বার ঘুরে আসবেন পাগলাঝোড়া ওয়াটারফল থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর