হরিণ মেরে ধামাচাপা দেওয়ার চেষ্টা! বিষ্ণোইদের কত টাকা অফার করেছিলেন সলমন!

বাংলাহান্ট ডেস্ক : চোর পুলিশের গল্প তো অনেক শুনেছেন। তবে বর্তমানে বলিউডে যা চলছে তা হল গ্যাংস্টার বনাম অভিনেতার লড়াই। আর এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, ঘোরতর বাস্তব। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সলমন খানের (Salman Khan) পেছনে আদা জল খেয়ে লেগেছেন লরেন্স বিষ্ণোই। অভিনেতাকে শুরু হুমকি দিয়েই থেমে থাকেননি, সরাসরি খুনের চেষ্টাও করেছেন। বিষ্ণোইদের অভিযোগ, হরিণ হত্যার পর সলমন (Salman Khan) নাকি টাকা অফার করেছিলেন তাঁদের!

বিষ্ণোইদের ক্ষতিপূরণের প্রস্তাব সলমনের (Salman Khan)

কথায় কথায় নোট ভর্তি সুটকেস হাতে তুলে দেওয়া বা ব্ল্যাঙ্ক চেক লিখে দেওয়া, এমনটা বলিউডি সিনেমায় হামেশাই দেখতে পাওয়া যায়। তবে সলমন খান (Salman Khan) বাস্তবেই করেছিলেন এমনটা। সম্প্রতি লরেন্স বিষ্ণোই এর খুড়তুতো ভাই রমেশ বিষ্ণোই এক সাক্ষাৎকারে দাবি করেছেন, কৃষ্ণসার হরিণ হত্যার পর সলমন নাকি তাঁদের মোটা টাকার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেন।

আরো পড়ুন : পাত্তাই পাবে না পর্ণা-ফুলকিরা, ছোটপর্দায় ধামাকা করতে আসছেন দেবের নায়িকা! কোন সিরিয়ালে দেখা যাবে?

বিষ্ফোরক দাবি লরেন্স বিষ্ণোই এর ভাইয়ের

রমেশ দাবি করেছেন, অভিনেতা নাকি একটি খালি চেকবই নিয়ে এসেছিলেন তাঁদের সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করতে। তাঁরা যে দাম চান সেই দামই দিতে রাজি ছিলেন তিনি। তার বদলে বিষয়টি ওখানেই শেষ করার কথা বলেছিলেন সলমন (Salman Khan)। উল্লেখ্য, সলমনের বাবা সেলিম খান দাবি করেছেন, তাঁর ছেলের টাকার জন্যই নাকি লরেন্স বিষ্ণোই তাঁকে নিশানা করেছেন।

আরো পড়ুন : অরিজিতের ‘হেঁশেলে’ খাবার খেয়ে কেঁদেই ফেললেন কিরণ, গায়কের বাবার সামনেই… এ কী কাণ্ড!

কী বললেন রমেশ বিষ্ণোই

অন্যদিকে সেলিমের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রমেশ। সুর চড়িয়ে তাঁর বক্তব্য, সে সময়ে তাঁদের রক্ত গরম হয়ে উঠেছিল। আর লরেন্সকেই বা সকলে কী ভেবেছেন! ভারতে নাকি ১১০ একর জমি ছিল ওই গ্যাংস্টারের। যথেষ্ট সচ্ছল পরিবারের ছেলে লরেন্স। তাঁর খুড়তুতো ভাই হয়ে রমেশ সুর চড়ান, টাকার পেছনে ছুটলে আগেই সলমনের (Salman Khan) কথা মেনে নিতেন তাঁরা।

Salman Khan

কিন্তু সলমনের উপরে বিষ্ণোইদের এত রাগের কারণ কী? আসলে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পরম পূজনীয়। সেই হরিণকেই কিনা হত্যা করলেন সলমন! রাগ তো হবেই। এদিকে সলমনের দাবি, কৃষ্ণসার নাকি তিনি মানেননি। ছেলের সুরে সুর মিলিয়ে সেলিমেরও দাবি, সলমন নাকি একটি পিঁপড়েও মারেননি কখনো। ক্ষমা চাওয়ার তাই প্রশ্নও আসে না!

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর