সময় দিন জাস্ট ৩ বছর! আপনার মালামাল হওয়া কে আটকায়! FD করুন এইসব ব্যাঙ্কে, মিলবে ৯% সুদ

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত মানুষ এখনো বিনিয়োগের সেরা মাধ্যম হিসেবে বেছে নেন ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটকে। রিজার্ভ ব্যাংকের রেপো রেটের উপর নির্ভর করে ব্যাংকগুলি মাঝেমধ্যেই পরিবর্তন করে সুদের হার। তবে আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাংক কত শতাংশ সুদ প্রদান করছে।

FD করলেই খুলবে কপাল

বিভিন্ন স্মল ফিনান্স ব্যাংকগুলি স্থায়ী আমানতের উপর দিচ্ছে মোটা সুদ। এক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে নর্থইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক। তিন বছরের স্থায়ী আমানতের উপর এই ব্যাংক দিচ্ছে ৯ শতাংশ সুদ। তারপরই রয়েছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। এই স্মল ফিনান্স ব্যাঙ্ক ৩ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে প্রদান করছে ৮.৬% সুদ। এছাড়াও উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৮.৫% সুদ।

আরোও পড়ুন : ‘উড়ো’ ফোনে চাঞ্চল্যকর দাবি! তাঁর জীবন কাহিনিই আজ কামাচ্ছে কোটি টাকা! ‘বহুরূপী’র অনুপ্রেরণা পেলেন কীভাবে শিবপ্রসাদ?

৩ বছরের স্থায়ী আমানতের উপর AU স্মল ফিনান্স ব্যাঙ্ক প্রদান করছে ৭.৫০% সুদ। পাশাপাশি একই মেয়াদের ফিক্সড ডিপোজিটে Equitas Small Finance Bank ৮.০০%, ESAF Small Finance Bank  ৬.৭৫%, Jana Small Finance Bank ৮.২৫%, Suryoday Small Finance Bank  ৮.৬০% সুদ প্রদান করছে।

FD

এছাড়াও তিন বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে YES Bank ৭.২৫%, IndusInd Bank  ৭.২৫%, RBL Bank  ৭.৫০%, SBM Bank India  ৭.৩০% সুদ দিচ্ছে।রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলির মধ্যে তিন বছরের স্থায়ী আমানতে Bank of Baroda ৭.১৫%, Bank of India ৬.৫০%, Bank of Maharashtra ৬.৫০%, Canara Bank  ৬.৮০%, Central Bank of India ৬.৭৫%, Indian Bank -৬.২৫% সুদ প্রদান করছে গ্রাহকদের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর