প্রতিদিন স্নানের আগে নাভিতে এক ফোঁটা দিন ঘি! ম্যাজিকের মত কাজ করে শরীরে, পালায় সব রোগ, জীবাণু!

বাংলাহান্ট ডেস্ক : আমাদের জীবনের সাথে রোগ হয়ে উঠেছে অন্যতম অঙ্গ। প্রতিদিন সকাল বিকেল নিয়ম করে বড়ি কিংবা সিরাপ খেতে হচ্ছে। ছোট হোক কিংবা বড় এই রোগের জ্বালায় অতিষ্ট সকলেই। এমনকি নিত্যদিন এই রোগের চক্করে পকেটও হচ্ছে গড়ের মাঠ। কিন্তু এই রোগের পিছনে কোথাও গিয়ে আমরাই দায়ী। তাই আজ এমন একটি টোটকা বলবো এতে করে আপনার শরীর থেকে অনেক বড় বড় লোক পালিয়ে যাবে।

টোটকাটি হচ্ছে ঘি (Ghee)। এই ঘি মূলত স্নানের আগে নাভিতে দিতে হবে। সেই প্রাচীনকাল থেকে ঘি নিয়ে অনেকেই টোটকা ব্যবহার করেন। তবে এই ঘি যদি আপনার নাভিমূলে একবার দিতে পারেন তাহলে বুঝতে পারবেন এটি কতটা কার্যকর। কারণ নাভি হচ্ছে আমাদের শরীরের মূল কেন্দ্রবিন্দু। এই নাভির সাথে জুড়ে রয়েছে প্রতিটি মানুষের প্রাণ। বিশেষজ্ঞদের মতে নাভির সাথে স্নায়ুতন্ত্রর যোগ রয়েছে। তাই প্রত্যেকদিন স্নানের আগে যদি এক ফোঁটা ঘি নাভিতে দেওয়া যায় তাহলে গোটা শরীর পুরো নীরোগ হয়ে ওঠে।

নাভিতে ঘি (Ghee) দিলে কি কি উপকার পাওয়া যায় দেখুন:

১) বিশেষজ্ঞদের মতে নাভিতে ঘি দিলে সবার আগে উপকার হয় পেটে। আমাদের নিত্যদিনে খাওয়া-দাওয়ার মধ্যে এমন অনেক কিছু খেয়ে থাকি যা আমাদের হজমের সমস্যাতে বাধা তৈরি করে। তাই নাভিতে কয়েক ফোঁটা ঘি (Ghee) দিলে পেটের সমস্ত সমস্যা দূর হয়। এমনকি হজম এবং পরিপাক ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে।

২) শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুন একটি উপাদান এই ঘি। মূলত এই উপাদানটি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। শরীরে সহজে কোন রোগ জীবাণু বাসা বাঁধতে দেয় না।

Ghee

৩) ঘুমের জন্য একদম মোক্ষম অস্ত্র ঘি। বিশেষজ্ঞদের মতে রাতে ঘুমোনোর আগে কয়েক ফোঁটা ঘি দিলে স্নায়ু উত্তেজনা প্রতিরোধ করে। সেই সাথে আপনার অনিদ্রার সমস্যা থাকলে সেই সমস্যাও দূর হয়। আপনি যদি এই কাজ কয়েক দিন করতে থাকেন তাহলেই বুঝতে পারবেন এটি কতটা কার্যকর।

৪) এছাড়াও বিশেষজ্ঞরা জানিয়েছেন ত্বকের উজ্জ্বলতা চুলের উজ্জ্বলতা ধরে রাখার জন্যেও ঘি জাদুর মত কাজ করে। স্নানের আগে নাভিতে ঘি (Ghee) দিলে ত্বকের আর্দ্রতা, উজ্জলতা ফিরে আসে। সেইসাথে চুলের রুক্ষ শুষ্ক ভাবও কেটে যায়।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর