জেমস বন্ডের শ্যুটিং সেটে মহিলা শৌচালয়ে ক্যামেরা,কী হল পরিনতি

 

বাংলা হান্ট ডেস্ক: গোপন কথাটি রবে না গোপনে। এখানেও তাই ড্যানিয়েল ক্রেগের জেমস বন্ড 25-এর শ্যুটিং সেটের মহিলা শৌচালয়ে এক ব্যক্তি লাগিয়ে রেখেছিলেন লুকোনো ক্যামেরা। অবশেষে সেট থেকে গ্রেফতার করা হয় তাকে। অভিযোগ, সেটের মহিলা শৌচালয়ে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন।

 

প্রসঙ্গত জানা গেছে ধৃত ব্যক্তির নাম পিটার হার্টলে। বয়স ৪৯। গত সপ্তাহে বাকিংহামশায়ারের ইভার হেলথে পাইনউড স্টুডিয়োয় মহিলা শৌচালয়ে সে স্পাই ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন। স্টুডিয়োর তরফে ঘটনাটি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়।

e3d90 img 20190625 wa0024

কোম্পানির তরফে জানানো হয়েছে, ‘এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশকে ঘটনাটা জানিয়েছি। তদন্তে সবরকম সাহায্য করব।’ পরে পুলিশ জানায়, এই ঘটনায় শনিবার পিটারকে গ্রেফতার করা হয়েছে।তবে শ্যুটিং পরে শুরু করে জানানো হয়, ড্যানিয়েল সুস্থ হয়েই শ্যুটিং-এ যোগ দেবে। আর ছবিটি ২০২০ সালের ৮ এপ্রিলে নির্ধারিত সময়েই মুক্তি পাবে।এখন দর্শককুল অপেক্ষায়।

সম্পর্কিত খবর