পড়তেন একই স্কুলে, অম্বানি পরিবারের সঙ্গে গভীর যোগসূত্র, নীতার ছোটবেলার সহপাঠী এই বলিউড নায়িকা!

বাংলাহান্ট ডেস্ক : দেশের সবথেকে ধনী পরিবারের সঙ্গেও বেশ দহরম মহরম বলিউডের। অম্বানিদের (Ambani) এক ডাকে হাজির হয়ে যান শাহরুখ, সলমন খানের মতো হেভিওয়েট তারকা থেকে ইন্ডাস্ট্রির ইয়াং ব্রিগেডও। সম্প্রতি অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে কার্যত বলিউড তারকাদের ঢল নেমেছিল। বিয়েবাড়ির নানান কাজ উতরে দিতেও দেখা গিয়েছিল তাঁদের। এহেন অম্বানিদের (Ambani) সঙ্গে ইন্ডাস্ট্রির এক প্রবীণ অভিনেত্রীর বিশেষ যোগ রয়েছে। বিশেষ করে নীতা অম্বানির সঙ্গে বহু পুরনো যোগসূত্র রয়েছে এই নায়িকার।

বলিউডের সঙ্গে খাতিরদারি অম্বানিদের (Ambani)

বলিউডের প্রায় সমস্ত তারকাদের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে অম্বানি (Ambani) পরিবার। অন্যদিকে অনন্ত, ইশা, রাধিকাদের সঙ্গে আবার ইন্ডাস্ট্রির তরুণ সদস্য অর্থাৎ তারকা সন্তানদের বেশ ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায়। তবে এই প্রতিবেদনে যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির প্রবীণদের মধ্যে অন্যতম। বয়স ৬০ পেরোলেও বার্ধক্যের ছাপ তাঁর পড়ে না। বরং এখনো তিনি একই রকম এভারগ্রিন রয়েছেন।

আরো পড়ুন : বলিউডের সঙ্গে গভীর যোগ, মুম্বইয়ের ত্রাস এই ৬ গ্যাংস্টার এখন কোথায়?

নীতার সঙ্গে পুরনো পরিচয় রেখার

কথা হচ্ছে রেখার বিষয়ে। অনেকেই জানেন না, অম্বানি পরিবারের সঙ্গে এক বিশেষ যোগসূত্র রয়েছে তাঁর। বিভিন্ন ইভেন্ট, অনুষ্ঠানে নীতা অম্বানির (Ambani) সঙ্গে তাঁর কথোপকথন নজর এড়ায়নি নেটিজেনদের। শেষমেষ জানা গেল, তাঁরা পরস্পরকে নাকি দীর্ঘদিন ধরে চেনেন।

আরো পড়ুন : এক হাসিতেই সব শেষ! বিশ্বের দশম সবথেকে সুপুরুষ শাহরুখ, ৫৮-তেও কীভাবে সম্ভব?

কীভাবে চেনেন পরস্পরকে

অক্টোবরের শুরুতেই মুম্বইতে তারকা ডিজাইনার মণীশ মালহোত্রার স্টোর লঞ্চ ইভেন্টে মুখোমুখি হন নীতা এবং রেখা। দেখা হতেই পরস্পরকে জড়িয়ে ধরেন তাঁরা। তারপর হাতে হাত ধরে চলে খোশগল্প। তখনই নীতা অম্বানি (Ambani) পাপারাৎজির উদ্দেশে বলেন, রেখা এবং তিনি একই স্কুলে পড়েছেন। যদিও সেই স্কুলের নাম খোলসা করেননি তিনি।

Ambani

মাস কয়েক আগে অনন্ত অম্বানির গ্র্যান্ড ওয়েডিংয়ে উপস্থিত ছিলেন রেখা। বরাবরের মতোই কাঞ্জীভরম, অলঙ্কারে নিজেকে মুড়ে হাজির হয়েছিলেন তিনি। এর আগেও অম্বানি পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলেছে অভিনেত্রীর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর