কাটমানি নেইনি পৌরপ্রতিনিধি হয়ে পথে নামলেন প্রোমটাররা 

উদয়ন বিশ্বাস ঃ দমদম চলতি মাসের ২১তারিখ কলকাতা পৌরসংস্থার দু’নম্বর ওয়ার্ড থেকে এক প্রোমোটার সুমন্ত চৌধুরী অভিযোগ করেছিলেন কাটমানি না দিয়ে এই অঞ্চলে প্রোমটার  ব্যবসা করা যায় না অভিযোগের তীর বর্তমান কাউন্সিলর পুষ্পালি সিনহা ও পূর্বতন কাউন্সিলর ডাক্তার শান্তনু সেনের বিরুদ্ধে।042df screenshot 2019 0625 192310
আজ কলকাতা পৌরসভার ২নম্বর অঞ্চলের বেশ কিছু প্রোমোটার ও ব্যবসায়ী সমিতির লোকজন এক সাংবাদিক সম্মেলন করে জানান, আমরাও দীর্ঘদিন দু’নম্বর ওয়ার্ড ও তার পার্শ্ববর্তী ওয়ার্ড গুলিতে ব্যবসা করি এরকম টাকা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের কোনদিন হয়নি। তারা এও জানান হয়তো সুমন্ত বাবু কোন রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত শত্রুতাবশত করতে পারেন শান্তনু সেন এর ব্যাপারে এ ধরনের অভিযোগ এনেছে।
6d73e screenshot 2019 0625 192259আজ সীমান্ত বাবু পাল্টা হিসেবে একাধিক প্রোমোটার রাস্তায় নেমে প্রতিবাদ করেন এবং বলেন কোন কাটমানি দিতে হয় না দুই নম্বর ওয়ার্ডে কাজ করতে গেলে। কিন্তু হঠাৎ কেন প্রোমোটাররা পৌরপ্রতিনিধির হয়ে পথে নামলেন? বিজেপি দাবী করেছেন এট রাজনৈতিক ভাবে দলের কাছে ও মানুষের কাছে ভাবমুক্তি ঠিক করতে পথে নামাছো হয়েছে। এই বিশয় শান্তনু সের প্রতিক্রিয়া পাওয়া যাইনি।

সম্পর্কিত খবর