গুটখা ও তামাকজাত পানমশলা নিয়ে বড় সিদ্ধান্ত! এবার কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্ক :তামাকজাত (Tobaco) দ্রব্য বরাবরই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের তামাকজাত (Tobaco) দ্রব্য বিক্রির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু সেসব নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই খোলাবাজারে তামাকজাত দ্রব্য (Tobaco) বিক্রি করা হচ্ছে। এখানে বলে রাখি, প্রায় এক দশক আগে দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের তামাকজাতীয় (Tobaco) দ্রব্য বিক্রির ওপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল।

তামাকজাত (Tobaco) দ্রব্য বিক্রি নিয়ে বড় সিদ্ধান্ত

অনান্যদের দেখাদেখি এই একই পথে হেঁটেছিল পশ্চিমবঙ্গ সরকারও। আর এবার আগামী ১ বছরের জন্য বাজারে গুটখা ও তামাক জাতীয় পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবারই  এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে তামাকজাত দ্রব্য বিক্রির উপর নিষেধজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার  এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই  এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এই প্রথমবার নয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এর আগেও  দু’দুবার এই গুটখাসহ অন্যান্য তামাকজাত দ্রব্যের বিক্রির ওপর  নির্দেশিকা জারি করেছিল রাজ্য। যারমধ্যে একবার ছিল ২০১৩ সালে আর একবার ছিল ২০১৯ সাল।

আরও পড়ুন : DA মামলা নিয়ে খারাপ খবর! এবারেও সুপ্রিম কোর্টে…আপডেট শুনে চরম হতাশ সরকারি কর্মীরা

তবে এদিন আরও একবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একই সাথে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tobaco

জানা যাচ্ছে আগামী মাসেই অর্থাৎ ৭ নভেম্বর থেকে রাজ্যজুড়ে এই  নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য ২০০৬ সালের কেন্দ্রীয় ‘খাদ্য সুরক্ষা ও গুণমান আইন’-এ তামাক তথা নিকোটিনযুক্ত পদার্থগুলিকে ‘ক্ষতিকারক’ বলে চিহ্নিত করা হয়েছে। তাই এবার আরও একবার এই সমস্ত ক্ষতিকারক দ্রব্য ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এখন দেখার জনমানসে এই নির্দেশিকা কতটা প্রভাব ফেলতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর