বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর দু’মাস অতিক্রান্ত। তবে আন্দোলনের ঝাঁঝ এখনও একটুও কমেনি। ন্যায়বিচারের দাবিতে এখনও সরব জুনিয়র ডাক্তাররা। এই আবহে এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো, তবে ফিনিশিংটা খারাপ! দাবি করেন তিনি।
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু (Suvendu Adhikari)!
রবিবার সকালে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নিউটাউনের বাসভবনে গিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু বলেন, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Protest) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে বৈঠক করাটা ঠিক হয়নি। সেটা বড় ভুল বলে দাবি করেন তিনি। বিজেপি বিধায়কের কথায়, ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভুল পথে চালিত করেছে বাম ও অতিবামেরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে বাদ দিয়ে রাজ্য সরকারকে চাপে ফেলা যাবে না। কালীপুজোর পর আমরা আরজি কর ইস্যুতে বড়সড় আন্দোলনে নামছি’।
আরও পড়ুনঃ কয়েক হাজার কোটি! আরজি কর কাণ্ডের তদন্তে নেমে CBI যা হাতে পেল … ফাঁস হতেই তোলপাড়
শুভেন্দু জানান, ইতিমধ্যেই ৫০ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ করার প্রক্রিয়া তাঁরা সম্পন্ন করেছেন। সেই সংখ্যাটা ১ কোটি পূর্ণ করার পর রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে দ্বারস্থ হয়ে তা জমা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগ দাবি করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এই ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার আবার জুনিয়র ডাক্তারদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সেই নিয়ে এদিন কটাক্ষ করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘তৃণমূল কংগ্রেস ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে। ওসব করে কোনও লাভ হবে না’।