বাংলা হান্ট ডেস্ক : এবার রাজ্যের অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের তরফে অভিযোগ উঠল এ খোদ বিজেপির বিরুদ্ধেই। এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের অনুপ্রবেশ নিয়ে সরাসরি বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। এমনিতে সামাজিক হোক কিংবা রাজনৈতিক যেকোনো বিষয়ে মন্তব্য করতে সিদ্ধহস্ত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে কুণাল ঘোষের অভিযোগ
রবিবার বনগাঁর টার্মিনাল ট্রু মৈত্রী দ্বার উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত c(Amit Shah)। এদিনও সেখানে দাঁড়িয়েই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পাশাপাশি অমিত শাহর (Amit Shah) অভিযোগ ছিল তৃণমূলের জন্যই নাকি রাজ্যে অনুপ্রবেশ ঘটছে। আর এই কারণেই নাকি অশান্ত বাংলা।
কি অভিযোগ কুণাল ঘোষের?
এরপরেই এদিন অমিত শহর অভিযোগের পাল্টা জবাবে কুণাল ঘোষ বললেন, ‘অনুপ্রবেশের কথা অমিত শাহ বললে এটা তো আত্মঘাতী গোল’। এর পরেই এদিন কুণালের পাল্টা প্রশ্ন, ‘সীমান্ত কে পাহারা দেয়? কোন মন্ত্রকের অধীনে? তাঁর মন্ত্রীর নাম কী?’ উত্তরে আবার নিজেই বললেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি বলেন অনুপ্রবেশ বাড়ছে তাহলে তো এর ব্যর্থতা তাঁর এবং সীমান্তের দায়িত্বে থাকা বাহিনীর।’
আরও পড়ুন : কালী পুজোতেও সঙ্গী জলকাদা! একনজরে দেখুন সারা সপ্তাহের আবহাওয়ার আপডেট