বাংলা হান্ট ডেস্ক: বিজয় মিছিল করার কোনো অনুমতি না থাকায়। ভাঙড়ের কাশিপুর থানা এলাকায় আয়োজিত হল নাচ-গানের এক বিচিত্রানুষ্ঠান। এলাকায় তৃণমূল ভালো মার্জিন পেয়েছে, তাই কর্মীদের আবদার মেটাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেছে। সমস্যার সূত্রপাত ঘটে এখানেই, অনুষ্ঠান অব্দি ঠিক ছিল কিন্তু সেই অনুষ্ঠানে অশ্লীল নাচগান আয়োজন করার অভিযোগ উঠল শাসকদলের এক উপ-প্রধানের বিরুদ্ধে।
যদিও অভিযোগ পেয়ে, ঘটনাস্থলে আসে পুলিশ, এবং বন্ধ করে দেয় অশ্লীল নাচের এই অনুষ্ঠান। জানা গেছে এই বিচিত্রা অনুষ্ঠান আয়োজন এর পেছনে হাত ছিল উপপ্রধান আনসার মোল্লা ও তাঁর অনুগামীদের। তাদের ডেকে ভর্ৎসনা করেছেন আরাবুল ইসলাম। যদিও আরাবুল জানান, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনাটি। তবে এর সঙ্গে দলের কেউ যুক্ত নন।’