বাংলাহান্ট ডেস্ক : টিআরপি আগের তুলনায় লক্ষণীয় ভাবে কমলেও জনপ্রিয়তা অনেকাংশেই ধরে রাখতে সক্ষম হয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। বর্তমানে এটিই জি বাংলায় সম্প্রচারিত হওয়া সবথেকে পুরনো সিরিয়াল। তবে চ্যানেলের অন্যান্য নতুন সিরিয়ালগুলির তুলনায় এখনো জগদ্ধাত্রীর (Jagadhatri) মতো পুরনো ধারাবাহিকগুলিই ভালো টিআরপি এনে দিচ্ছে। সেরা পাঁচ থেকে অনেক দিন আগে ছিটকে গেলেও নির্দিষ্ট দর্শক রয়েছে জগদ্ধাত্রীর।
পরপর টুইস্ট আসছে জগদ্ধাত্রীতে (Jagadhatri)
সিরিয়াল নির্মাতারা অবশ্য দর্শক টানার কোনো চেষ্টাই বাকি রাখছেন না। একের পর এক টুইস্ট জগদ্ধাত্রীর বিশেষ বৈশিষ্ট্য। সিরিয়ালের দর্শকরা জানেন, বর্তমানে দেখানো হচ্ছে গর্ভবতী জগদ্ধাত্রীর (Jagadhatri) শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। তাঁর একটি কঠিন অসুখ রয়েছে। এর জেরে যেমন তার গর্ভস্থ সন্তানের ক্ষতির সম্ভাবনা রয়েছে, তেমনি তাঁর নিজেরও প্রাণের আশঙ্কা রয়েছে। তবুও এই শরীর নিয়েও শত্রুদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে জগদ্ধাত্রী (Jagadhatri)।
আরো পড়ুন : যশও অতীত নুসরতের জীবনে, নিখিলের পর অভিনেতার সংসারও ভাঙবে? নেপথ্যে এই বলিউড নায়ক!
সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত
জগদ্ধাত্রী (Jagadhatri) অন্তঃসত্ত্বা হওয়ার পর তার বিপদ আরো বেড়েছে। উৎসব আর তার মা সমানে চেষ্টা করে চলেছে যাতে জগদ্ধাত্রীর সন্তান পৃথিবীর আলোই না দেখতে পারে। এদিকে আবার দর্শকদের একাংশ অভিযোগ করতে শুরু করেছেন, জগদ্ধাত্রী (Jagadhatri) নাকি একঘেয়ে হয়ে গিয়েছে। এমতাবস্থায় সিরিয়ালের গল্প একটা লম্বা চওড়া লিপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : ঝড়ের মধ্যে ১৫ মিনিটে প্রেম, ৩ বার পালিয়ে বিয়ে! দম্পতির কীর্তিতে হেসে গড়াগড়ি খেলেন রচনা
এগিয়ে যাবে জগদ্ধাত্রীর গল্প
সিরিয়ালে গল্প এক ধাক্কায় কয়েক বছর এগিয়ে যাওয়া কোনো নতুন বিষয় নয়। একাধিক সিরিয়ালেই দেখা গিয়েছে এমন ঘটনা। শোনা যাচ্ছে, টিআরপি বাড়াতে এবার জগদ্ধাত্রীও (Jagadhatri) নাকি একই পথে হাঁটতে চলেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, গল্প এগিয়ে গেলে দেখা যাবে জগদ্ধাত্রীর মেয়ে বড় হয়ে গিয়েছে। আগামীতে এই চরিত্রটিও যথেষ্ট গুরত্ব বহন করবে বলেও মনে করছেন দর্শকরা। এমনকি জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়েও চলছে জল্পনা।
তবে একথা জানিয়ে রাখি, সমস্তটাই রয়েছে জল্পনার স্তরে। বর্তমানে গল্পের ট্র্যাক যেভাবে এগোচ্ছে তাতে এমনি সম্ভাবনা দেখছেন দর্শকরা। তবে এ বিষয়ে সিরিয়াল নির্মাতাদের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।