বাংলাহান্ট ডেস্ক : ‘সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি’, গানের লাইনগুলি অক্ষরে অক্ষরে উপলব্ধি করেছেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly)। ‘সাধক বামাখ্যাপা’ সিরিয়ালে অভিনয় করার সময়ে একাধিক অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল তাঁর। তারা মায়ের অস্তিত্ব প্রবল ভাবে উপলব্ধি করতে পারতেন। এমনকি এক অলৌকিক অভিজ্ঞতায় প্রাণ হাতে নিয়ে ফিরেছিলেন অভিনেতা।
সাধক বামাখ্যাপা জীবন বদলে দেয় অরিন্দমের (Arindam Ganguly)
ঈশ্বর বিশ্বাসী তিনি বরাবরই। কিন্তু ‘সাধক বামাখ্যাপা’ তাঁর জীবন বদলে দেয়। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে অরিন্দম (Arindam Ganguly) বলেন, ছোট থেকেই তাঁর জীবন ঈশ্বর নিয়ন্ত্রিত। একথা আগে না বুঝলেও সাধক বামাখ্যাপা করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, কোথাও গিয়ে তারা মায়ের সঙ্গে একটা যোগ তো রয়েছেই। ওই সিরিয়ালে অভিনয় করার সময়ে অদ্ভূত অভিজ্ঞতা হয়েছিল অভিনেতার। নিজের মধ্যে এক অদ্ভূত শক্তি অনুভব করতেন তিনি। বামাখ্যাপার লুক সম্পূর্ণ হতেই যেন তাঁর মধ্যে একটা বদল ঘটে যেত।
আরো পড়ুন : একা রেখাই বদনাম, বিবাহিত পুরুষের প্রেমে পড়েছিলেন ওয়াহিদাও! সেটে যা করতেন তিনি…
অদ্ভূত শক্তি অনুভব করতেন নিজের মধ্যে
অরিন্দম (Arindam Ganguly) বলেন, শুটিং শেষ হওয়ার পর দাঁড়িয়ে থাকার ক্ষমতা পর্যন্ত থাকত না তাঁর। টলতে টলতে গাড়িতে গিয়ে উঠতেন। তাঁর মতে, সাধকদের মধ্যে যে বিশেষ ক্ষমতা থাকে তা তো সাধারণ মানুষের মধ্যে নেই। তাই ওই সময়ে আসা শক্তির পর শরীরে অত্যধিক চাপ পড়ত অভিনেতার। দীর্ঘ দশ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল সাধক বামাখ্যাপা। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল সিরিয়ালটি। তিনি নিজে আট বছর ধরে অভিনয় করেছিলেন।
আরো পড়ুন : থাকতেন মেসে, খিদে মেটাত ফুটপাতের ঝালমুড়ি, ‘কলকাতার জামাই’ অমিতাভের প্রথম চাকরিও এ শহরে! জানতেন?
জনপ্রিয় হয়েছিল এই দৃশ্য
শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে অরিন্দম (Arindam Ganguly) জানান, বামাখ্যাপার মা তারাকে আরতি করার দৃশ্য প্রায়ই দেখানো হত। সে সময়ে ফ্রেমে থাকতেন শুধু তিনি এবং মা তারা। দৃশ্যটি দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। আর অরিন্দমের (Arindam Ganguly) অভিজ্ঞতা? অভিনেতা জানান, ওই সময়ে অভিনয় করতে গিয়ে মা তারার সঙ্গে এক অদ্ভুত টান উপলব্ধি করতেন তিনি।
কথার মাঝে এক অলৌকিক অভিজ্ঞতাও ভাগ করে নেন অরিন্দম। সাধক বামাখ্যাপা সিরিয়াল চলাকালীনই এক যাত্রাপালায় বামাখ্যাপা চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। লোভে পড়ে রাজিও হয়ে যান অভিনেতা। যাত্রার দ্বিতীয় শো করে ফেরার পথেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। অজ্ঞান হয়ে যান অরিন্দম। কিন্তু জ্ঞান ফিরলে তিনি দেখেন, পোশাক ছিঁড়ে গিয়েছে আর সামান্য চোট। অথচ যা দুর্ঘটনা ঘটেছিল তাতে নাকি তাঁর বেঁচে ফেরার কথাই ছিল না। তারপরেই যাত্রার জন্য নেওয়া আগাম টাকার কিছু ফেরত দেন তিনি। অরিন্দমের কথায়, তাঁর লোভ করারই শাস্তি দিয়েছিলেন মা!