বাংলা হান্ট ডেস্ক : উপনির্বাচনের আগেই এবার এক তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর বিরুদ্ধে উঠলো জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ। মোট ছটি জায়গায় উপ নির্বাচন সম্পন্ন হতে চলেছে। তার মধ্যে অন্যতম কোচবিহারের সিতাই। এই সিতাইয়ের তৃণমূল (Trinamool Congress) সাংসদ জগদীশ বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় সম্প্রতি যে হলফনামা জমা দিয়েছেন সেখানে বিতর্ক এড়াতে স্বামী জগদীশ বসুনিয়ার পরিবর্তে মৃত পিতা সমররঞ্জন রায়ের নাম উল্লেখ করছেন।
তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর হলফনামায় জাল সার্টিফিকেট?
সঙ্গীতা দেবী বর্তমানে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁরই পঞ্চায়েত নির্বাচনের হলফনামায় দেখা যাচ্ছে বিরাট গণ্ডগোল। আশ্চর্যজনকভাবে এই সংগীতা দেবীই পঞ্চায়েত নির্বাচনের হলফনামা জমা দেওয়ার সময় স্বামীর নাম হিসেবে উল্লেখ করেছিলেন জগদীশ বসুনিয়ার নাম। আর এবার উপনির্বাচনের হলফনামা জমা দেওয়ার সময় এই তৃণমূল প্রার্থী (Trinamool Congress) স্বামীর নামের জায়গায় পিতার নাম বসিয়ে মনোনয়ন দাখিল করেছেন।
যা নিয়ে এই মুহূর্তে রাজনীতির অলিন্দে চলছে তুমুল তরজা। সুযোগ পেয়েই একের পর এক আক্রমণ শানাতে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলগুলিও। ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়ে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলগুলি। প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও নির্বাচনী জনসভায় গিয়ে সঙ্গীতা রায়কে তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়ার স্ত্রী বলেই উল্লেখ করেছেন।
কিন্তু এবার হলফনামা জমা দেওয়ার সময় স্বামীর নামের পরিবর্তে পিতার নাম উল্লেখ করায় তা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এখানেই শেষ নয়, ধোঁয়াশা তৈরি হয়েছে। সঙ্গীতা দেবীর তপশিলি জাতির সার্টিফিকেট নিও অনেকেই তার এই সার্টিফিকেট জাল বলে দাবি করছেন।
আরও পড়ুন : ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে বড় সিদ্ধান্ত! কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট? সামনে বিরাট আপডেট
তাই সংগীতা দেবীর এসসি সার্টিফিকেট সোমবার স্কুটনির সময় দেখানোর জন্য রিটার্নিং অফিসারের কাছে দাবি করেছিল কংগ্রেস। অভিযোগ জমা পড়েছে অবজারভারের কাছেও। কিন্তু আধিকারিকরা কোন তপশিলি জাতির সার্টিফিকেট দেখাতে রাজি হননি। অন্যদিকে বিষয়টি নিয়ে আদালতে পর্যন্ত যাওয়ার চিন্তা-ভাবনা করছে বিজেপি।
জানা যাচ্ছে সংগীত দেবীর মনোনয়নপত্র নিয়ে ইতিমধ্যেই রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী ও তাঁর এজেন্ট। এছাড়াও সঙ্গীতা রায়ের এসসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রিটার্নিং অফিসারের কাছে তাঁর এসসি সার্টিফিকেট দেখতে চাওয়া হলে অবজার্ভাররের উপস্থিতিতে সেই কাগজ দেখাতে চাইলেও। অবজার্ভার চলে যাওয়ার পর সেই সার্টিফিকেট আর দেখানো হয়নি বলেই অভিযোগ।